• শান্তনু সেনের ডাক্তারির রেজিস্ট্রেশনের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার হাইকোর্টের
    হিন্দুস্তান টাইমস | ০৭ জুলাই ২০২৫
  • সাসপেন্ডেড তৃণমূল নেতা শান্তুনু সেনের চিকিৎসকের রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শান্তনুবাবুর রেজিস্ট্রেশন সাসপেন্ডের সিদ্ধান্ত খারিজ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলরকে।

    রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে বিদেশি ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করায় গত বৃহস্পতিবার শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করে কাউন্সিল। কাউন্সিলের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন। পালটা শান্তনুবাবু জানান, তিনি যে ডিগ্রি ব্যবহার করছেন সেটি সাম্মানিক ডিগ্রি। সেটি ব্যবহার করতে মেডিক্যাল কাউন্সিলের অনুমতি লাগে না।

    মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শান্তনুবাবু। সোমবার সেই আবেদনের শুনানিতে বিচারপতি সিনহা জানান, কারণ না জানিয়েই সাসপেন্ড করা হয়েছে শান্তনু সেনকে। তাছাড়া তাঁর বিরুদ্ধে তদন্ত রিপোর্টও তাঁকে দেওয়া হয়নি। ফলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি চিকিৎসক সেন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে এই সংক্রান্ত সমস্ত নথি রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে দিতে নির্দেশ দিয়েছেন তিনি। সঙ্গে গ্লাসগোর যে প্রতিষ্ঠান থেকে শান্তনুবাবুকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন, তার জবাব আসার আগেই কেন সিদ্ধান্ত নিয়ে ফেলা হল সেই প্রশ্নও করেছেন তিনি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)