বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে জুতো পরে লাথি মারছেন হুমায়ুন কবির
হিন্দুস্তান টাইমস | ০৭ জুলাই ২০২৫
কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্নার মায়ের হাতে টাকা গুঁজে দিতে গিয়ে ভর্ৎসনার মুখে পড়েছিলেন প্রাক্তন IPS তথা ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। এবার আরও বড় অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এবার রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারী রেডিস্ট্রারকে তাঁর দফতরের ভিতরে লাথি ঘুসি মারার অভিযোগ উঠল হুমায়ুনের বিরুদ্ধে। একটি ভিডিয়ো পোস্ট করে এই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তাঁর প্রশ্ন, এই এটাই মমতার সুশাসনের নজির?
শুভেন্দুবাবুর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ঘরে একটি চেয়ারে বসে আছেন তিনি। কিছুক্ষণ পর সেখানে আসেন WBUHSএর সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তী। এর পর প্রলয়বাবুর সঙ্গে কয়েকটি কথা বলেন তিনি। প্রলয়বাবু তাঁর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে তাঁকে জুতো পরা পায়ে লাথি মারছেন হুমায়ুন। এর পরও প্রলয়বাবু ঘর থেকে বেরনোর চেষ্টা করলে তাঁকে ঘুসি চালান হুমায়ুন।
এই ভিডিয়ো পোস্ট করে শুভেন্দুবাবু লিখেছেন, তৃণমূল কংগ্রেস নেতাদের ঔদ্ধত্য ও দুঃসাহসের যে কোনও সীমা নেই তা সবাই জানে। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির জুতো পরা অবস্থায় WBUHSএর সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকে লাথি মারছেন। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য দফতরের মৌনতাই সব বলে দেয়।
এব্যাপারে হুমায়ুন কবির বা তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।