• রাত হলেই বাড়িতে পড়ছে ঢিল! অতিষ্ঠ বাসিন্দারা, নজরদারি শুরু পুলিসের
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: রাত নামলেই ঢিল পড়ছে বাড়িতে! এই ঢিল বৃষ্টিতে শিশু-সহ অনেকেই জখম হচ্ছেন। কিন্তু কে বা কারা এই ঢিল ঘটনার সঙ্গে জড়িত তা এলাকার বাসিন্দারা বুঝতে পারছেন না। ঘটনায় রীতিমতো অতিষ্ঠ হয়ে গিয়েছেন তাঁরা। গত দু'দিন ধরে না কী রাত নামতেই এই ঢিল বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ইটখোলা এলাকায়। খবর পেয়ে পুলিস ইতিমধ্যেই নজরদারি শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আলিপুরদুয়ার নিউটাউন গার্লস স্কুলের পিছনের দিক থেকে এই ঢিলগুলি ছোঁড়া হচ্ছে। ওই স্কুলের পিছনের দিকে একটি ঝোঁপ রয়েছে। সেখানে প্রায় রোজ রাতেই মদ ও জুয়ার আড্ডা বসে বলে অভিযোগ। খবর পেয়ে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মৃদুল গোস্বামী আজ, সোমবার স্থানীয়দের নিয়ে একটি বৈঠকও করেন। এই ঢিল বৃষ্টির ঘটনায় পুরসভা আজই তড়িঘড়ি নিউটাউন গার্লস স্কুলের পিছনে থাকা ওই ঝোঁপও কেটে সাফ করে দেয়। পাশাপাশি পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। এসব কাজ মোটেই বরদাস্ত করা হবে না। ঢিল ছোঁড়ার সঙ্গে কে বা কারা জড়িত তাঁদের চিহ্নিত করার কাজ চলছে।
  • Link to this news (বর্তমান)