• ক্লাসের মধ্যে ছাত্রীর শ্লীলতাহানি: ৫ দিন হোম হেফাজতে অভিযুক্ত ছাত্র, শুরু হচ্ছে কাউন্সেলিং
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরের নামী বেসরকারি স্কুলের ক্লাসের মধ্যেই অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় ছাড়া পেল না অভিযুক্ত সহপাঠী। আজ, সোমবার দুপুরে নাবালক ওই ছাত্রকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়। শুনানির পর বোর্ড তাকে পাঁচদিন হোম কাস্টডিতে রাখার নির্দেশ দিয়েছে। আগামী শুক্রবার ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছেন জুভেনাইল জাস্টিস বোর্ডের সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায়। বোর্ডের নির্দেশে আজ, মঙ্গলবার থেকে বিভিন্ন পর্যায়ে হোমেই ওই ছাত্রের কাউন্সেলিং শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।জলপাইগুড়িতে ‘কোরক’ সরকারি হোম ক্যাম্পাসে এদিন দুপুরের পর জুভেনাইল জাস্টিস বোর্ডে মামলাটি ওঠে। হাজির ছিলেন অভিযুক্ত ছাত্রের পরিবারের সদস্যরা। শুনানির পর জুভেনাইল জাস্টিস বোর্ড ছেলেকে আরও পাঁচদিন ‘হোম কাস্টডি’-তে রাখার নির্দেশ দেয়। এরপরই ‘কোরক’ হোমের বাইরে কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রের বাবা। তাঁর দাবি, ‘আমার ছেলে নির্দোষ।’এদিকে, স্কুলের ভিতরে এতবড় ঘটনা কীভাবে ঘটল? ঘটনার পরও স্কুল কর্তৃপক্ষ কেন দ্রুত পদক্ষেপ করল না? এই সকল অভিযোগ তুলে প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। স্কুল চত্বরে পোস্টারিংও করে তারা। বিষয়টি নিয়ে স্কুলের প্রিন্সিপাল অবশ্য এখনও মুখ খুলতে নারাজ। সূত্রের খবর, ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় অভিভাবকদের মেসেজ পাঠাচ্ছেন খোদ প্রিন্সিপাল। তাতে বলা হচ্ছে, ‘মিডিয়ার রিপোর্টে কান দেবেন না। পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে আমরা সবসময় নজর দিয়ে থাকি।’
  • Link to this news (বর্তমান)