• রাজবাড়ির আদলে হবে জলপাইগুড়ি রোড স্টেশন, ঘোষণা সাংসদের
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আগামী ডিসেম্বরের মধ্যেই জলপাইগুড়ি রোড স্টেশন আধুনিকীকরণের কাজ শেষ হবে। জলপাইগুড়ি রাজবাড়ির আদলে তৈরি হবে ওই স্টেশন। রাজবাড়ির গেটের অনুকরণে হবে স্টেশনের গেটও। শহরের বরেণ্য মানুষজনের ছবি থাকবে স্টেশনে। আজ, সোমবার রেলের আধিকারিকদের নিয়ে স্টেশন পরিদর্শনের পর এমনটাই ঘোষণা করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়।‘অমৃত ভারত’ প্রকল্পে প্রায় ৩১ কোটি টাকায় জলপাইগুড়ি রোড স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। বর্তমানে এই স্টেশনের উপর দিয়ে একটি সাপ্তাহিক এক্সপ্রেস-সহ দিনে ১৭ জোড়া ট্রেন চলাচল করে। আগামী দিনে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা মাথায় রেখে জলপাইগুড়ি রোড স্টেশনে পিট লাইন তৈরির কাজও শীঘ্রই শুরু হবে বলে এদিন সাংসদ জানিয়েছেন। বলেন, এই স্টেশনে সাইডিং হচ্ছে। ফলে এখানে পণ্য ওঠানো নামানোর কাজ হবে।সাংসদের দাবি, জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় রেলগেটের সমস্যা সমাধানে রেলওয়ে ওভারব্রিজের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এর জন্য রাজ্য সরকারের তরফে নো-অবজেকশন সার্টিফিকেট দরকার। ইতিমধ্যেই না কী রাজ্যের কাছে রেলের তরফে এই ব্যাপারে এনওসি চাওয়া হয়েছে। এদিন নিউ মাল এবং ধূপগুড়ি স্টেশনে চলা অমৃত ভারত প্রকল্পের কাজের অগ্রগতিও খতিয়ে দেখেন সাংসদ। দ্রুত যাতে কাজ শেষ হয় সে ব্যাপারেও রেলের আধিকারিকদের বলেন তিনি।
  • Link to this news (বর্তমান)