• সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই করতে হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়া, জানাল হাইকোর্ট
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসি নিয়োগ প্রক্রিয়া করতে হবে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজ, সোমবার এসএসসি-র ৩০ মে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মামলার শুনানিতে এই রায় দেন বিচারপতি। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। সেই নির্দেশ মেনেই নিয়োগপ্রক্রিয়া করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। এরপর নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি দেয় এসএসসি। সেই বিজ্ঞপ্তিও এদিন বদল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানানো হয়েছে, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়া সংগঠিত করতে হবে নিয়োগ প্রক্রিয়া। যদি কোনও নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যেই আবেদন করে থাকেন তাহলে সেটিও বাতিল বলেই গণ্য করা হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। এসএসসি নবম-দ্বাদশের বিজ্ঞপ্তি বদলের নির্দেশও দিয়েছে আদালত। এছাড়া চিহ্নিত অযোগ্যদের এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র জারি করা নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। গত ৩০ মে এসএসসি যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়। আজ সেই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে।
  • Link to this news (বর্তমান)