সংবাদদাতা, দিনহাটা: একটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কর্মী আক্রান্ত হলে জেলার বাকি আটটি বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের পেটানোর হুমকি দিয়ে বিতর্ক বাধিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মেখলিগঞ্জ ঢুকলেই ‘উদয়নের ঠ্যাং ভাঙা হবে’ বলে পাল্টা হুমকি দিলেন বিজেপির যুব নেতা।
বিজেপির জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সহ-সভাপতি জ্যোতিবিকাশ রায়ের এই পোস্ট ঘিরে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। তবে এই যুব নেতার পোস্টকে পাত্তা দিচ্ছেন না মন্ত্রী। ‘বিজেপির দম জানা আছে’ বলে পাল্টা কটাক্ষ উদয়নের। রবিবার সিতাইয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বিতর্কিত মন্তব্য করে বসেন মন্ত্রী উদয়ন। তিনি বলেছিলেন, কোচবিহারের একটি বিধানসভায় বিজেপির হাতে একজন তৃণমূল কর্মী আক্রান্ত হলে বাকি আটটি বিধানসভায় বিজেপি কর্মীদের মারতে হবে। ভোটের মুখে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে বুথে বিজেপির এজেন্ট হতে তাদের কর্মীরা ভয় পায়। মন্ত্রীর এই মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। এবার উদয়নকে হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি যুব নেতা জ্যোতিবিকাশ লেখেন, ‘উদয়ন গুহ মেখলিগঞ্জ বিধানসভায় এসে অশান্তি করার চেষ্টা করলে গণতান্ত্রিকভাবে ঠ্যাং ভাঙার দায়িত্ব আমরা নেব’।
জ্যোতিবাবু বলেন, উদয়ন গুহর বিজেপি কর্মীদের পেটানোর নিদানের প্রতিবাদেই এই পোস্ট। মন্ত্রী বলেন, ওইসব ছিঁচকে নেতাদের কোনও গুরুত্ব নেই। বিজেপি নেতাদের দম জানা আছে। ওসব মন্তব্যকে গুরুত্ব দিই না।