• ৩ দিন পর পুকুর থেকে মিলল নাবালিকার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: কুমারগঞ্জে নির্জন এলাকার পুকুর থেকে উদ্ধার হল ১১ বছরের নাবালিকার অর্ধনগ্ন পচাগলা দেহ। আদিবাসী ওই নাবালিকা গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। কিন্তু এরপরও খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সোমবার দুপুরে দেহটি উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে। ওই নাবালিকার বাড়ি যে গ্রামে, সেখান থেকে তিন কিমি দূরে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। এনিয়ে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ব্যাপক শোরগোল পড়েছে। 

    বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপির তপনের বিধায়ক বুধরাই টুডু। তিনিও পরিবারের সঙ্গে কথা বলেন। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে, সোমবার বিকেল পর্যন্ত পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হয়নি বলে পুলিস জানিয়েছে। 

    কুমারগঞ্জের আইসি রামপ্রসাদ চাকলাদার বলেন, শনিবার ওই নাবালিকার নিখোঁজের ডায়েরি করা হয়। তার খোঁজ চলছিল। এদিন মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত খুন বা ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমারগঞ্জের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে নাবালিকার বাড়ি। ১১ বছর বয়সি ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। নাবালিকার বাবা কৃষক। শুক্রবার বিকেলে সে বাড়ির কাছে খেলছিল। হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যার পর খোঁজ করেও পাওয়া যায়নি। শেষবার ওই নাবালিকাকে বাড়ি থেকে এক কিমি দূরে মেন রাস্তার মোড়ে দেখা গিয়েছিল বলে পরিবার জানতে পেরেছিল। পরে সেখানে গিয়েও হদিশ মেলেনি। 

    নাবালিকার বাবা বলেন, শুক্রবার থেকেই আমরা খোঁজখবর করছিলাম। এদিন বাড়ি থেকে অনেকটাই দূরে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে। যেভাবে আমার মেয়ে উদ্ধার হয়েছে, তাতে মনে হচ্ছে কেউ ধর্ষণ করে খুন করেছে। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করব। যারা এই কাজ করেছে, তাদের চরম শাস্তি চাই। স্থানীয় বিধায়ক বুধরাই টুডু বলেন, যারা এই নৃশংস কাজ করেছে তাদের কঠোর শাস্তি চাই। না হলে আমরা বড় আন্দোলন করব। 

    কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, টানা তিনদিন নিখোঁজ থাকার পর নাবালিকার অর্ধনগ্ন, পচাগলা দেহ উদ্ধার হল। পরিবারের তরফে মিসিং ডায়েরি করা হয়েছিল। কিন্তু নির্লজ্জ প্রশাসনের কোনও পদক্ষেপ ছিল না!

    তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা আরটিও বোর্ডের সদস্য মফিজউদ্দিন মিয়াঁ বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পুলিসের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাব। ওই পরিবারের পাশে আছি।
  • Link to this news (বর্তমান)