সিসি ক্যামেরা কাণ্ডে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এবার সরব শিক্ষিকারা
বর্তমান | ০৮ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ছাত্রীদের হস্টেলে সিসি ক্যামেরা কাণ্ডে এবার প্রধান শিক্ষিকার বিরুদ্ধেই অসন্তোষ প্রকাশ ওই স্কুলের শিক্ষিকাদের একাংশের। শুধু মৌখিকভাবে ক্ষোভ প্রকাশেই তাঁরা ক্ষান্ত থাকেননি। সোমবার এব্যাপারে লিখিতভাবে উত্তর দিনাজপুর জেলা স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) কাছে জানান। তাঁরা বলেন, হস্টেলে ক্যামেরাকাণ্ডের নিষ্পত্তি চেয়ে ২ জুলাই প্রধান শিক্ষিকার কাছে আবেদন জানানো হয়েছিল। প্রধান শিক্ষিকার কাছে একই দাবি জানায় ছাত্রীরা ও তাদের অভিভাবকরাও। কিন্তু প্রধান শিক্ষিকা সেসব তোয়াক্কা না করে স্কুলের শিক্ষিকাদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এখন তিনি শিক্ষিকাদের স্কুলের হাজিরা খাতায় সই করতে দিচ্ছেন না। হস্টেলের সিসি ক্যামেরাকাণ্ডের রেশ এসে পড়েছে স্কুলেও। প্রধান শিক্ষিকা ভয়ের পরিবেশ তৈরি করেছেন। কার্যত স্কুলে অচলাবস্থা তৈরি হয়েছে। স্কুলে উপস্থিতির হার দিন দিন কমছে। তাই শিক্ষিকারা চান প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। স্কুলে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে প্রশাসন উদ্যোগ নিক।
গত সপ্তাহে অভিযোগ ওঠে সরকারি হাইস্কুলের ছাত্রীদের হস্টেলের বাথরুম বন্ধ রেখে কলপাড়ে সিসি ক্যামেরার নজরদারিতে স্নান করতে বাধ্য করা হয় ছাত্রীদের। হস্টেলের অ্যাকাউন্ট্যান্ট ও অঙ্কন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। শেষপর্যন্ত কালিয়াগঞ্জ থানার পুলিস দু’জনের বিরুদ্ধে মামলা করে তদন্তে নেমেছে। এমন অবস্থায় স্কুলের প্রধান শিক্ষিকা তথা ওই হস্টেলটির ইনচার্জের বিরুদ্ধেই এবার সরব হলেন শিক্ষিকারা। স্কুলের সহ শিক্ষিকাদের এমন ক্ষোভের প্রসঙ্গে প্রধান শিক্ষিকা মোবাইলে বলেন, সিসি ক্যামেরার বিষয়টি পুলিস তদন্ত করছে। আমার বিরুদ্ধে অভিযোগ কেউ বা কারা করতে পারে। কিন্তু তার সত্যতা বিচার করার প্রয়োজন আছে। স্কুলে হাজিরা খাতায় সই করতে দেওয়া হচ্ছে কি না, সেটাই বলে দেবে।
এব্যাপারে জেলা স্কুল পরিদর্শককে (মাধ্যমিক) ফোন করা হলেও প্রতিক্রিয়া জানাননি। মেসেজ করলেও উত্তর দেননি তিনি। নিজস্ব চিত্র।