• আগামী মাসেই বর্ধমান রোডের উড়ালপুলের উদ্বোধন: মেয়র
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুজোর আগেই উদ্বোধন হবে বর্ধমান রোডের উড়ালপুল। সোমবার প্রশাসনিক বৈঠকের পর একথা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। একই সঙ্গে তিনি বলেন, শীঘ্রই নিবেদিতা রোড সম্প্রসারণ প্রকল্পের কাজে হাত দেবে পূর্তদপ্তর। এই রাস্তা হিলকার্ট রোডের সমান্তরাল হিসেবে তৈরি করা হবে। শহরের যানজট নিয়ন্ত্রণ করতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।

    শিলিগুড়ি শহরের বর্ধমান রোডে নির্মীয়মাণ উড়ালপুল তৈরির কাজ শেষ করার দাবি বহুদিনের। ইতিমধ্যে কয়েকবার সংশ্লিষ্ট প্রকল্পের নির্মাণকাজ শেষ করার মেয়াদ ঘোষণা করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এমন প্রেক্ষাপটে এদিন পূর্তদপ্তরের উত্তরবঙ্গ কনস্ট্রাকশন ডিভিশনের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন মেয়র। পরে তিনি বলেন, আগস্ট মাসে বর্ধমান রোডের উড়ালপুলের নির্মাণকাজ শেষ হবে বলে পূর্তদপ্তর জানিয়েছে। এই উড়ালপুল চালুর পর শহরের যানজট সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ হবে বলে আশা করছি।

    ২০১৮ সালে সংশ্লিষ্ট উড়ালপুল নির্মাণের শিলান্যাস করা হয়। প্রশাসন সূত্রের খবর, নির্মীয়মাণ সেতুটি এক কিলোমিটারের বেশি লম্বা। প্রথমে এই প্রকল্প তৈরির জন্য বরাদ্দ ধরা হয় ৪৪ কোটি ৮৫ লক্ষ টাকা। কোভিড মহামারির জেরে সংশ্লিষ্ট প্রকল্পের কাজ দীর্ঘদিন থমকে ছিল। এই প্রকল্প নিয়ে রেলমন্ত্রকের বিরুদ্ধেও ওঠে অসহযোগিতার অভিযোগ। বর্তমানে প্রকল্পের নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৮ কোটি টাকা। মেয়রের দাবি, এই প্রকল্পে কেন্দ্রের কোনও সহযোগিতা নেই। পুরোপুরি রাজ্য সরকারের অর্থে প্রকল্পটি তৈরি করা হচ্ছে।

    এদিকে, হিলকার্ট রোডের সমান্তরাল হিসেবে নিবেদিতা রোডকে তৈরির করার উদ্যোগ অনেকদিনের। প্রায় সাত মাস আগে সংশ্লিষ্ট রাস্তায় দখলমুক্ত অভিযান চালায় পুরসভা। তারা রাস্তার দু’পাশ থেকে শতাধিক দোকান সরিয়ে দেয়। মেয়র বলেন, আগস্ট মাসেই সংশ্লিষ্ট রোড সম্প্রসারণের কাজে হাত দেবে পূর্তদপ্তর। ভবিষ্যতে এই রাস্তা গুরুংবস্তি থেকে চম্পাসারি হয়ে গুলমা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ১০ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ হওয়ার পর এই রাস্তার গুরুত্ব বাড়বে।    
  • Link to this news (বর্তমান)