মাতৃসদনের পাশে হবে ৩০ শয্যার হাসপাতাল, স্বাস্থ্যদপ্তরকে নিয়ে জমি পরিদর্শন গৌতমের
বর্তমান | ০৮ জুলাই ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: মাতৃসদনকে ঢেলে সাজানোর পাশাপাশি ৩০ বেডের নতুন হাসপাতাল তৈরি করবে শিলিগুড়ি পুরসভা। ২৩ নম্বর ওয়ার্ডে মাতৃসদনের পাশেই পুরসভার জমিতে তৈরি হবে এই হাসপাতাল। সোমবার প্রস্তাবিত হাসপাতালের জমি পরিদর্শন করে জেলা স্বাস্থ্যকর্তাদের নিয়ে নকশা খতিয়ে দেখেন মেয়র গৌতম দেব। দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত এবং পুরসভার বাস্তুকাররা সেখানে ছিলেন। পরবর্তীতে নতুন হাসপাতালের সঙ্গে মাতৃসদনকে জুড়ে দেওয়ার ব্যাপারেও কথা হয়। ডিসেম্বরের মধ্যে কাজ শুরুর লক্ষ্য রাখা হয়েছে।
মেয়র বলেন, শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর চাপ কমাতে এই হাসপাতাল তৈরির ভাবনা। এখানে ৩০টি বেড থাকবে। এমআরআই, সিটিস্ক্যানের ব্যবস্থা করা হবে।
এই হাসপাতাল চালু হলে শহরের ২৩ নম্বর ওয়ার্ড সহ লাগোয়া এলাকার এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার একটা বড় অংশের মানুষ আধুনিকমানের সরকারি চিকিৎসা পরিষেবা পাবেন। এই হাসপাতাল তৈরির পাশাপাশি শিলিগুড়ি পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মাতৃসদনকেও ঢেলে সাজানো হচ্ছে। মেয়র বলেন, এখানে ২৪ ঘণ্টা ওষুধের দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই তা চালু হবে। এর পাশাপাশি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বসবে মাতৃসদনে।
প্রসূতিদের চিকিৎসার জন্যই চালু হয়েছিল মাতৃসদন। এখানে ১২টি বেড রয়েছে। পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার প্রসার ঘটানো হচ্ছে। সবমিলিয়ে এটি একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল হবে। মেয়রের কথায়, রাস্তার দু’পাশে দু’টি জমিতে এই স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালকে একসঙ্গে জুড়ে দেওয়া হলে চিকিৎসা পরিষেবার ব্যাপ্তি ঘটবে। হাসপাতাল হলে আউটডোরও চালু হবে। নিজস্ব চিত্র।