• কৃষ্ণনগর কোতোয়ালি রোড এলাকায় যাত্রীবোঝাই বাস উল্টে গিয়ে জখম ৪০, বর্ধমানের দিক থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল বাসটি
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সোমবার সকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত রোড স্টেশন সংলগ্ন এলাকায় বাস দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্ধমান থেকে কৃষ্ণনগরের দিকে বাসটি আসছিল। একটি যাত্রীবোঝাই বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।

    প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলে রাস্তার একটি হাম্প পার হওয়ার সময় বাসটির সামনের চাকায় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার জেরে রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং দু’পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। যদিও তাঁদের দাবি, বাসের গতি খুব বেশি ছিল না। স্বাভাবিক গতিতেই চলছিল। দুর্ঘটনার কারণে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়‌। 

    এই দুর্ঘটনায় প্রায় ৩০-৪০ জন যাত্রী আহত হয়েছেন। যাঁদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাঁদের কোতোয়ালি থানার পুলিসের তরফ থেকে দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নবদ্বীপের এক আহত যাত্রী অসীমা মোদক বলেন, আমি কৃষ্ণনগর যাচ্ছিলাম। হঠাৎই বাসটা উল্টে গেল। আমার স্বামী দাঁড়িয়ে ছিলেন। বাস পড়ে যাওয়ার পর বাকি যাত্রীরা আমার উপর দিয়ে উঠতে থাকেন।স্থানীয় বাসিন্দা অর্জুন কীর্তনিয়া জানান, বাসটি নবদ্বীপের দিক থেকে এসে হঠাৎ উল্টে যায়। যাত্রীদের প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন। এই এলাকায় প্রায়শই বাস দ্রুতগতিতে চলে, যার জেরে এমন দুর্ঘটনা লেগেই থাকে। ঘটনার পর থেকেই বাসচালক পলাতক। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)