• বাংলার বাড়ির কাজ খতিয়ে দেখতে এলাকায় পরিদর্শনে আধিকারিকরা
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেলেও এখনও অনেকে ঘরের কাজ শুরুই করেননি। এমন উপভোক্তাদের চিহ্নিত করে তাঁদের বাড়ি গেলেন ব্লক প্রশাসনের কর্তারা। সোমবার খানাকুল-১ ব্লকের ঘোষপুর পঞ্চায়েতের কয়েকটি গ্রামে উপভোক্তাদের বাড়ি যান বিডিও অরিন্দম মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিন্টু পাল প্রমুখ। তাঁরা উপভোক্তাদের সঙ্গে দেখা করেন। এখনও কেন বাড়ি তৈরির কাজ শুরু হয়নি, তা জানতে চান।

    মিন্টুবাবু বলেন, এদিন প্রায় সাতজন উপভোক্তার সঙ্গে দেখা করেছি। বেশিরভাগেরই জমি সংক্রান্ত সমস্যা রয়েছে। তাই বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি। তাঁরা এক সপ্তাহ সময় চেয়েছেন। তার মধ্যে বাড়ির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। আমরা তাঁদের সময় দিয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু না হলে পরবর্তী পদক্ষেপ হবে।

    উল্লেখ্য, গত শুক্রবারই হুগলি জেলা প্রশাসন ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে সব ব্লকের সঙ্গে বৈঠক করে। সব ব্লকেই উপভোক্তারা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। তাঁদের অনেকেই টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ শুরু করেছেন। কেউ কেউ আবার সামান্য অংশ করে ফেলে রেখেছেন। ফলে সেইসব উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া যায়নি। তাঁরা যাতে দ্রুত কাজ শুরু করেন, তা নিয়ে তদারকি করতে ব্লকগুলিকে নির্দেশ দেয় জেলা প্রশাসন। এজন্য প্রাপকদের বাড়ি গিয়েও খোঁজ নিতে বলা হয়। সেইমতো এদিন খানাকুল-১ ব্লক প্রশাসন উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরেছে। ঘোষপুর পঞ্চায়েতের কুলাট, উত্তর ঘোষপুর প্রভৃতি গ্রামে গিয়ে তাঁরা উপভোক্তাদের সঙ্গে এব্যাপারে কথা বলেন। খানাকুল-২ ব্লকেও একাধিকবার নোটিস দিয়েছে প্রশাসন। প্রাপকদের বাড়িতেও যাচ্ছেন আধিকারিকরা। খানাকুল-২ এর জয়েন্ট বিডিও কল্লোল ঘোষ বলেন, ইতিমধ্যে বাড়ি তৈরি করতে না পারায় তিনজন উপভোক্তা প্রথম কিস্তির টাকা ফেরত দিয়েছেন। বাকিদেরও কাজ খতিয়ে দেখা হচ্ছে।  বাড়ির কাজ দেখতে প্রশাসনের কর্তারা।
  • Link to this news (বর্তমান)