রঘুনাথগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে গাড়ি চলাচলের নিয়ম বেঁধে দিল পুলিস
বর্তমান | ০৮ জুলাই ২০২৫
সংবাদদাতা, জঙ্গিপুর: রঘুনাথগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে যানবাহন চলাচলে নতুন নিয়ম চালু করেছে প্রশাসন। এলাকায় যাওয়ার জন্য চলাচলের নির্দিষ্ট রুট বেঁধে দিয়েছে পুলিস। তা অমান্য করলেই হবে জরিমানা। প্রতিদিন কয়েক হাজার মানুষ শহরে আসেন। অন্তত হাজার পাঁচেক টোটো আছে এই থানা এলাকায়। আশপাশের থানা থেকেও আরও হাজার পাঁচেক টোটো শহরে এসে ভিড় জমায়। ফলে শহরে তীব্র যানজট তৈরি হয়। যানজট নিরসনে এবার রুট ভাগ করে দেওয়া হয়েছে। পুলিসের নির্দেশে বলা হয়েছে, নির্দিষ্ট রুট ধরেই চলতে হবে। এই নির্দেশনা ও নির্দিষ্ট রুট মেনে চলতে পুলিসের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে।
রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক গার্ডের ইনচার্জ তন্ময় গোনাই বলেন, যানজট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যানজট কমাতে নির্দিষ্ট এলাকায় যাওয়া ও আসার জন্য রুট ভাগ করে দেওয়া হয়েছে। সেই রুট ধরেই চলাচল করতে হবে। এভাবে যানজট অনেকটাই এড়ানো গিয়েছে। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। রঘুনাথগঞ্জ শহরে যানজটে রাস্তায় যাতায়াত করাই দায় হয়ে উঠেছে। ফলে সকাল থেকেই টোটো, অটো, বাস ও লরির দাপটে যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে পড়ে নাকাল হতে হয় শহরবাসীকে। যানজটের কারণে শহরে প্রতিদিন কয়েক হাজার টোটোর দৌরাত্ম্যকেই দায়ী করা হচ্ছে। সেই সমস্যা সমাধান করতেই গত সপ্তাহ থেকে এই বিধিনিষেধ চালু করেছে পুলিস। সর্বত্র পুলিসের তরফে এই বিধির কথা জানিয়ে ফেস্টুন টাঙিয়ে দেওয়া হয়েছে। বাইকে ঘোষণাও করা হচ্ছে।
হাসপাতাল, কোর্ট, এসডিও, বিডিও সহ জেলা পুলিসের হেড কোয়ার্টারে যেতে হলে রঘুনাথগঞ্জ ট্রাফিক মোড় থেকে বাঁদিক ঘুরে গিয়ে ম্যাকেঞ্জিপার্ক রোড ধরে যেতে হবে। ফেরার পথে বিপরীত রোডে ফিরতে হবে। তেমনিভাবে দরবেশপাড়া, গাড়িঘাট, শ্মশান ঘাট, সুজাপুর বা সাগরদিঘি যেতে হলে ফুলতলা ভাগীরথী ব্রিজের পাশের রোড হয়ে যেতে হবে। কোনওভাবে তারা ব্রিজের বিপরীত রোডে ঢুকতে পারবেনা। তাতে যানজট অনেকটাই এড়ানো গিয়েছে বলে দাবি পুলিসের। অফিস আওয়ারে বহু যানবাহন থাকলেও পথ সচল থাকছে। তবে যে পথে যাচ্ছে সেপথে ফিরতে না পারায় কিছুটা ঘুরে আসতে হচ্ছে।
ইতিপূর্বেও পুলিসের তরফে টোটো চালানোর জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। বিধিনিষেধের ফলে উপার্জনে টান পড়ায় চালকরা আন্দোলন শুরু করে। শহরে টোটো চালানোর অধিকার চেয়ে পথ অবরোধ শুরু করে। কিছুদিন পর পুলিসের সেই বিধিনিষেধ শিথিল করা হয়। ফলে শহরে যানজট আগের রূপ ধারণ করে।
জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, শহর যানজট মুক্ত করতে কিছু নিয়ম করা হয়েছে। তা মেনে চললে সকলেরই সুবিধা হবে। ফাইল চিত্র