• সমবায় সমিতির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ সিপিআইএমের
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: নমিনেশন ফর্ম দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে সমবায় সমিতির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখালেন সিপিএম সদস্যরা। সোমবার কাশীপুর ব্লকের গগনাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এনিয়ে বিডিওকে লিখিত অভিযোগ জানানো হয়। বিকেল পর্যন্ত বিক্ষোভ চলে। তার জেরে পরে সদস্যদের ফর্ম দেওয়া হয়। কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাস বলেন, বিষয়টি নিয়ে সিআই(সমবায় সমিতির পরিদর্শক) বলতে পারবেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জুন গগনাবাদ সমবায় সমিতির নির্বাচনের ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২১ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। আগামী ৭আগস্ট নির্বাচন রয়েছে। এদিন মনোনয়নপত্র তোলার দিন ছিল। আজ, মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। সিপিএমের কৃষক সভার গগনাবাদ অঞ্চল সম্পাদক শুভ্রপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন হলেই সমবায়ে তৃণমূল হারবে। তাই তৃণমূল ভেবেছিল, সিপিএমকে নমিনেশন ফর্ম তুলতে দেওয়া যাবে না। যার জন্য নির্দিষ্ট সময়ে দলের সদস্যরা গেলেও তাঁদের ফর্ম দেওয়া হয়নি। বিক্ষোভের জেরে চাপে পড়ে বাধ্য হয়ে ফর্ম দিয়েছে।

    তৃণমূলের রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া বলেন, তৃণমূল কখনই এধরনের কাজ করে না। তাহলে কাশীপুর ব্লকের এতগুলি সমবায় সমিতিতে নির্বাচন হতো না। আসলে সিপিএমের কোনও সংগঠন নেই। তাই প্রচারে আসতে গল্প ফাঁদছে।

    কাশীপুর সমবায় সমিতি পরিদর্শক অরিন্দম শীল বলেন, কাশীপুরে একাধিক সমবায়ে নির্বাচন রয়েছে। তাই সমস্ত জায়গায় গিয়ে আমার পক্ষে মনোনয়নপত্র দেওয়া সম্ভব নয়। সাধারণত সমবায়ের ম্যানেজার মনোনয়নপত্র দেন। এক্ষেত্রে ওই সমবায় কী হয়েছিল জানা নেই।
  • Link to this news (বর্তমান)