রাস্তা, কালভার্ট সহ ৭ দফা দাবি, বিষ্ণুপুরে কংগ্রেসের ডেপুটেশন
বর্তমান | ০৮ জুলাই ২০২৫
সংবাদদাতা, বিষ্ণুপুর: রাস্তা, কালভার্ট সহ মোট সাতদফা দাবিতে সোমবার বিষ্ণুপুরে জাতীয় কংগ্রেসের তরফে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। কংগ্রেসের বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক দেবু চট্টোপাধ্যায়ের উদ্যোগে এদিন ডেপুটেশন সংঘটিত হয়। উপস্থিত ছিলেন দলের বিষ্ণুপুর শহর সভাপতি মন্টু রায়, ব্লক সভাপতি গুলজার বায়েন, শহর সহ সভাপতি মন্টু রায় প্রমুখ। বিষ্ণুপুরের বিডিও সোমশঙ্কর মণ্ডল বলেন, কংগ্রেসের ডেপুটেশনের কপি পেয়েছি। তাঁদের দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে।
দেবুবাবু বলেন, বিষ্ণুপুর ব্লকের শান্তিপুর সহ বহু গ্রামের মানুষ দমদমা ঘাট দিয়ে দ্বারকেশ্বর নদ পার হয়ে বিষ্ণুপুর শহরে যাতায়াত করেন। কিন্তু, দমদমা ঘাটে ফেরি সার্ভিস চালু না হওয়ায় তাঁরা যাতায়াতে ভীষণ সমস্যায় পড়ছেন। দমদমা ঘাট থেকে কাটানধার পর্যন্ত রাস্তায় আলো না থাকায় ওই এলাকার বাসিন্দাদের রাতে যাতায়াতে সমস্যা হচ্ছে। সুভাষপল্লিতে বিড়াই নদীর সেতুটি গতবছর বর্ষায় বসে গিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও ভারী যানবাহন চলাচল করছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। এব্যাপারে প্রশাসনের তরফে সতর্কীকরণ বোর্ড লাগাতে হবে। এছাড়া রাধানগরে জরাজীর্ণ ইকো পার্কের সংস্কার করে তা পুনরায় চালু করা, রাধানগরে লাইব্রেরি থেকে ব্যাঙ্ক পর্যন্ত এবং রাধানগর মোড় থেকে হাইস্কুল পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে। মড়ার পেট্রল পাম্প মোড় থেকে ঘুঘুডাঙা, কুলুপুকুর ও কলাইজুড়ি যাওয়ার রাস্তায় কালভার্ট নির্মাণ করতে হবে। বামুনবাঁধ আদিবাসী পাড়া থেকে আগুনকুমারি মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ করতে হবে। এই সাত দফা দাবিতে এদিন বিষ্ণুপুর বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে। বিডিও দাবিগুলি সম্পর্কে সহমত পোষণ করেছেন। তা পূরণের চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। • নিজস্ব চিত্র