• শহরে কলেরা আক্রান্তের খোঁজ
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় এক কলেরা আক্রান্তের খোঁজ মিলেছে। এই রোগের উপসর্গ নিয়ে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বছর ছাব্বিশের এক যুবক। তাঁর নাম আফরোজ আহমেদ খান। তিনি কলকাতার পিকনিক গার্ডেন রোডের এক অভিজাত আবাসনের বাসিন্দা। জানা গিয়েছে, ৩ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন। গত কয়েকদিনে ক্রমশ সুস্থও হয়ে উঠেছেন রোগী। যদিও, কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দাবি, এতে আতঙ্কের কিছু নেই। কলেরা মূলত জলবাহিত রোগ। পুরসভার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কলেরায় আক্রান্ত যুবক যে এলাকার বাসিন্দা, সেখানকার পানীয় জল পরীক্ষা করে দেখা হয়েছে। কলেরা হওয়ার সুযোগ নেই। এমনকী ওই অঞ্চলে এখনও পর্যন্ত দ্বিতীয় কোনও কলেরা রোগীর খোঁজ মেলেনি। ফলে এই খবরে বিস্মিত পুরসভার আধিকারিকদের একাংশ। তাঁদের ধারণা, আক্রান্ত যুবক সম্ভবত বাইরের খাবার বা জল খেয়েছিলেন। সেখান থেকেই বিপত্তি। মেয়র ফিরহাদ হাকিম বলেন, কলেরা অনেকরকমভাবেই হতে পারে। কাটা ফল থেকেও অনেক সময় হয়। সবটাই যে পানীয় জল থেকে হয়, এমনটা নয়। 

    কলেরা নিয়ে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মত বিশেষজ্ঞদের। পুরসভা সূত্রে জানা দিয়েছে, প্রতি মাসে শহরে গড়ে ৮ থেকে ১০ জন কলেরা রোগীর সন্ধান পাওয়া যায়। ফলে বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। তবে সাম্প্রতিক অতীতে শহরে কলেরায় মৃত্যুর ঘটনা খুব বিরল বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)