নয়া ওয়াক ওয়ে-বাতিস্তম্ভ-ফেন্সিং বিবেকানন্দ পার্কের সংস্কার শুরু
বর্তমান | ০৮ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের আমূল সংস্কারের কাজে হাত দিয়েছে কলকাতা পুরসভা। ধাপে ধাপে গোটা পার্ক নতুন করে সাজিয়ে তোলা হবে জানিয়েছে তারা। প্রথমে নিকাশি ব্যবস্থার সংস্কার, তারপর তৈরি হবে পার্কের ভিতর হাঁটার রাস্তা। এছাড়াও পরবর্তীকালে পার্ক ঘিরে আরও কিছু কাজের পরিকল্পনা রয়েছে পুরপ্রশাসনের। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) কাছ থেকে পার্কটি নিজেদের অধীনে নিয়েছিল পুরসভা। এবার সংস্কারের কাজ শুরু করল।
ইতিমধ্যেই প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ পুরনো নিকাশি নালা বদলে নতুনভাবে করা হয়েছে। আগে পার্কে সর্বত্র নিকাশি ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। সেভাবে দেখভাল হতো না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও ঘুরতে আসা মানুষদের। পার্ক পুরসভার অধীনে আনার উদ্যোগ নেন ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ বসু। তারপর সেটি পুরসভার হাতে আসার পর পার্কের ভিতরে থাকা বিভিন্ন মাঠে খেলাধুলার প্রশিক্ষণকেন্দ্রগুলির ভাড়া পুনর্নবীকরণ করে পুরসভা। অভিযোগ ছিল, বহুকাল ধরে অল্প ভাড়ায় পার্কের মাঠগুলিতে চালানো হচ্ছিল প্রশিক্ষণ।
এমনকী বিভিন্ন ক্লাব সেখানে স্থায়ী-অস্থায়ী নির্মাণ করে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দিয়ে মোটা টাকা আয় করত। এবার পুরসভার অধীনে আসার পর প্রথমে নতুন নিকাশি নালা বসানো হয়েছে। আগে পার্কের ভিতরের রাস্তায় এবং মাঠে জল জমত। বর্তমানে সেখানে ওয়াক ওয়ে বা হাঁটার রাস্তা তৈরির কাজ চলছে। তা তৈরি হয়ে যাওয়ার পর ফেন্সিং বা লোহার জাল দিয়ে সীমানা ঘেরা হবে। কাউন্সিলার সৌরভ বসু বলেন, পার্কটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হতো না। ২০২১ সালে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান। গুরুত্বপূর্ণ উদ্যানটি বেহাল অবস্থায় পড়েছিল। পুরসভা হাতে নেওয়ার পর পার্কের মানোন্নয়ন হচ্ছে। পরবর্তীকালে বেশ কিছু প্রকল্পের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই পার্কের ভিতর একটি কমিউনিটি সেন্টার তৈরি করা হয়েছে। তৈরি হচ্ছে বুস্টার পাম্পিং স্টেশন। সেই সঙ্গে প্রায় ৪০ লক্ষ টাকা খরচ করে দু’কিলোমিটার হাঁটার পথ তৈরি হচ্ছে। এর ফলে হাঁটতে সমস্যা হবে না মানুষের।