৩ রুফটপ কাফের শুনানির উপরই নির্ভর করছে ছাদ-রেস্তরাঁর ভবিষ্যৎ, নবান্নের অনুমোদন পেলেই অগ্নি নির্বাপণের ‘এসওপি’ প্রকাশ
বর্তমান | ০৮ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের তিনটি রুফটপ রেস্তরাঁ নিয়ে শুনানি চলছে। সেই শুনানির সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে কলকাতার অন্যান্য রুফটপ কাফের ভবিষ্যৎ। বলা ভালো, সেই সিদ্ধান্ত অনুসারেই বাকি সব ছাদ-রেস্তরাঁ চলবে নাকি বন্ধ হবে, সেই সংক্রান্ত প্রশাসনিক নীতি নির্ধারণ হবে। অগ্নি-নির্বাপণ ব্যবস্থা সংক্রান্ত এসওপি তৈরি করতে সোমবার কলকাতা পুরসভায় মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন ‘হাইপাওয়ার’ কমিটির বৈঠক হয়। সেখানেই রুফটপ নিয়ে এই অবস্থান স্পষ্ট করেন মেয়র। এদিনের বৈঠকে দমকল মন্ত্রী সুজিত বসু, বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান, আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ একাধিক আধিকারিক ও পুলিসকর্তা উপস্থিত ছিলেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ‘তিনটি রুফটপ নিয়ে শুনানি শুরু হয়েছে। আদালতের নির্দেশেই এই শুনানি করছে পুরসভা। সেখানে যা হবে, সেটাই সবার জন্য প্রযোজ্য। কেউ সুযোগ পাবে, কেউ পাবে না, সেটা আমরা করতে পারি না। তাই এই তিনটি রুফটপ কাফের জন্য যে শর্ত লাগু হবে, সেটাই প্রয়োগ হবে সব ছাদ-রেস্তরাঁর ক্ষেত্রে।’
এদিনের বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে অগ্নি-নির্বাপণ বিধি নিয়ে এসওপি তৈরি সংক্রান্ত চূড়ান্ত আলোচনা হয়। পরে সাংবাদিকদের মেয়র বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে এসওপি তৈরি করতে যে কমিটি তৈরি হয়েছিল, তার দ্বিতীয় মিটিং ছিল এদিন। প্রথম মিটিংয়ে আমি সবাইকে তাঁদের পরামর্শ জানাতে বলেছিলাম। সব পক্ষ তাদের বক্তব্য লিখিত আকারে জানিয়েছে। অনেকগুলি দপ্তর মিলিয়ে এই এসওপি তৈরি করতে হবে। তাই সবটা একত্র করে আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাব। তারপর নবান্নের নির্দেশমতো চুড়ান্ত এসওপি প্রকাশিত হবে।’
এই এসওপি কাদের জন্য, তাও স্পষ্ট করেছেন ফিরহাদ। তিনি জানান, যে এসওপি চূড়ান্ত হবে, তা শুধুমাত্র রুফটপ কাফের জন্য জন্য নয়। স্কুল, বিশ্ববিদ্যালয়, বাজার, হাসপাতাল সহ নানা ক্ষেত্র ভাগ করে নির্দেশিকা দেওয়া থাকবে। ফায়ার অডিটের উপর জোর দেওয়া হবে বলেও জানান মেয়র।