• বোমাবাজি, ধৃত দুই
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: রবিবার রাতে বারুইপুরের মল্লিকপুরের সুলতানপুরে বোমাবাজির অভিযোগ। আতঙ্কিত বাসিন্দারা খবর দেন বারুইপুর থানায়। পুলিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

    পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সুরজ মোল্লা ওরফে বেবি ও ইরশাদ খান। সুরজ ও ইরশাদের বাড়ি মল্লিকপুরের বেলিয়াডাঙায়।  একটি বোমা ফাটিয়ে তাঁরা ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল। এলাকার বাসিন্দা গৃহবধূ মুসারত বেগম বলেন, বেশ কিছুদিন ধরেই বেবি ও তাঁর দলবল এলাকায় মস্তানি করছিল। রাতে মাঠে বোমা ফাটানোয় ভয় পেয়ে গিয়েছিলাম। পুলিস তাড়াতাড়ি এসে অভিযুক্তদের না ধরলে পরিস্থিতি বেগতিক হতো। আর এক বাসিন্দা শেখ খুরশিদ আলম বলেন, বাইরে থেকে দলবল নিয়ে এসে বেবি এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করছিল। এমন বোমাবাজির ঘটনা আগে ঘটেনি এলাকায়। আমরা আরও বেশি পুলিসি নিরাপত্তার দাবি জানাচ্ছি।
  • Link to this news (বর্তমান)