• ডিআরএমের কাছে ডেপুটেশন এসইউসির
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: জয়নগর মজিলপুর স্টেশন সহ অন্য স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা, লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি, জয়নগর-মজিলপুর ও বহড়ু স্টেশনের মাঝে নতুন স্টেশন নির্মাণ সহ একাধিক দাবিতে সোমবার এসইউসি’র পক্ষ থেকে শিয়ালদহ ডিআরএমের কাছে ডেপুটেশন দেওয়া হল। ছিলেন বারুইপুর সাংগঠনিক জেলা এসইউসির সম্পাদক নিরঞ্জন নস্কর, রিতা সরকার, মাধবী প্রামাণিক সহ অন্যরা। সম্পাদক নিরঞ্জন নস্কর বলেন, এডিআরএম বিনোদ কুমার সিং আমাদের সঙ্গে দেখা করেন। তিনি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন।
  • Link to this news (বর্তমান)