সংবাদদাতা, বারুইপুর: মথুরাপুর ১ নম্বর ব্লকের লক্ষ্মী নারায়ণপুর উত্তর পঞ্চায়েত বিরোধীদের হাতছাড়া হতে চলেছে। ওই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হয়ে বোর্ড গঠন করতে চলেছে বলে জানিয়েছেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার। সোমবার ওই পঞ্চায়েতের তিনজন সিপিএম সদস্য ও একজন নির্দল সদস্য তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন সাংসদ বাপি হালদার, বিধায়ক জয়দেব হালদার। ছিলেন মথুরাপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানবেন্দ্র হালদার। এই পঞ্চায়েতের ১৯টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৮টি, বিজেপি ৫টি, সিপিএম তিনটি, নির্দল ২টি ও কংগ্রেসের একটি আসন ছিল। পঞ্চায়েত সিপিএম বিজেপি, কংগ্রেস, নির্দল মিলে গঠন করেছিল। এদিন সিপিএমের তিন সদস্য ও নির্দলের একজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২। ফলে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে শাসকদল। বাপি হালদার বলেন, দু’বছর ধরে কোনও উন্নয়ন করতে পারেনি ওই পঞ্চায়েত। এলাকার মানুষজনের ক্ষোভ ছিল। বিরোধী সদস্যরা কাজ করতে না পেরে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছিল। পাশাপাশি, পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন আগেই। তাই নতুন করে পঞ্চায়েত বোর্ড গঠন করে পঞ্চায়েত প্রধান নির্বাচিত করা হবে।