• বনগাঁয় বিজেপি নেতার জমির ফসল নষ্টের অভিযোগ
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী বরুণ তরফদারের  জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি বনগাঁ ব্লকের ধরমপুকুরিয়া পঞ্চায়েতের চাঁদা রায়পুরের। রবিবার রাতে কেউ বা কারা বরুণবাবুর প্রায় আড়াই বিঘা জমির পটল, কলাবাগান ও ধানের বীজতলা নষ্ট করে দিয়েছে। সোমবার বনগাঁ থানায় অভিযোগ করেন বরুণবাবু। তাঁর অভিযোগ স্থানীয় বাসিন্দা তৃণমূল কর্মী রুইদাস মণ্ডল সরকারি জায়গা দখল করে ব্যক্তিগত ঢালাই রাস্তা তৈরি করছিলেন। তিনি ও তাঁর স্ত্রী এই কাজে বাধা দেন। তাই তাঁদের জমির ফসল নষ্ট করা হয়েছে। এর পিছনে রুইদাসের হাত আছে বলে দাবি তাঁর। এদিকে, পুলিস জানিয়েছে, ফসল নষ্টের অভিযোগ মিলেছে। তার তদন্ত শুরু হয়েছে।

    এই ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির রং লেগেছে। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল প্রমুখ। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও এতে রাজনীতির যোগ মানতে নারাজ ধরমপুকুরিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান তাপস মণ্ডল। এদিকে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)