• শাসনের হাইস্কুলে দুঃসাহসিক চুরি
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: শাসনের খড়িবাড়ি এলাকার চৌমুহা উচ্চ বিদ্যালয়ে রবিবার রাতে দুঃসাহসিক চুরি হয়েছে। সোমবার বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। বিদ্যালয়ের সিসি ক্যামেরা নষ্ট করে দুটি হার্ড ডিস্ক সহ টাকা-পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বিদ্যালয়ের পক্ষ থেকে শাসন থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস। বারাসত ২ ব্লকের চৌমুহা হাইস্কুলের খ্যাতি রয়েছে এলাকায়। প্রায় ছ’বছর আগে একবার চুরি হয়েছিল এই স্কুলে। সোমবার সকালে বিদ্যালয় খোলার সময় কর্মীদের নজর পড়ে যে, মূল দরজার তালা ভাঙা। বেশ কয়েকটি ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়ে। অফিস রুমের আলমারির তালা ভাঙা। সিসি ক্যামেরাও ভেঙে পড়ে আছে। এনিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ শহিদুল্লাহ বলেন, দুষ্কৃতীরা একটি ল্যাপটপ, মনিটর, স্ক্যানার, ইন্ডাকশান ওভেন চুরি করেছে। এছাড়া কাজের জন্য নিয়ে আসা ইলেকট্রিকের তার নিয়ে গিয়েছে। আলমারিতে থাকা ছাত্রভর্তির ৬৫ হাজার টাকাও হাতিয়েছে ওঁরা।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, খড়িবাড়ি এলাকায় চোরাগোপ্তা গাঁজা, হেরোইন সহ বিভিন্ন নেশার দ্রব্য বিক্রি হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)