সংবাদদাতা, কাকদ্বীপ: বেহাল রাস্তা নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দীর্ঘ সময় বিক্ষোভ চলার পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় সাগর থানার পুলিস। ঘটনাটি সাগরের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামনখালি এলাকার। জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর ধরে বামনখালির ডিলার মোড়ের ইটের রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। প্রায় দেড় কিলোমিটার এই ইটের রাস্তা দিয়ে এলাকার বাসিন্দারা ঠিকমতো যাতায়াত করতে পারেন না। যেখানে-সেখানে ইট উঠে গিয়ে খানাখন্দে ভরেছে। এক পশলা বৃষ্টি হলেই জল জমে যায়। রাস্তাও কাদায় ডুবে যায়। স্কুলের পড়ুয়ারা যাতায়াত করতে পারে না।
গ্রামবাসীদের অভিযোগ, সাইকেল ও বাইক নিয়ে যাতায়াত করলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত রাস্তাটি মেরামতের দাবি তুলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। এদিকে, তখন সাংবাদিকরা সেখানে গেলে কিছু ব্যক্তি তাঁদের উপরে চড়াও হন। বিষয়টি নিয়ে এলাকাবাসীরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। উত্তেজনা দেখা দেয়। পরে পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা আসনা বিবি বলেন, বর্ষার সময় এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। এমনকী নলকূপ থেকে কলসিতে করে জল আনতেও সমস্যা হয়। প্রায়ই গ্রামের মহিলারা পা পিছলে পড়ে যান। অবিলম্বে রাস্তাটি মেরামত করা না হলে গ্রামবাসীদের আরও সমস্যার মধ্যে পড়তে হবে।
আর জেলা পরিষদের সদস্য সন্দীপকুমার পাত্র বলেন, বিষয়টি শোনার পরই সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আমায় ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তিনি পুরো বিষয়টি জেনে ওই এলাকায় রাস্তা তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন। শীঘ্রই কাজ শুরু হবে।-নিজস্ব চিত্র