সংবাদদাতা, বারুইপুর: পিচের রাস্তার একাংশ ভেঙে নেমে গিয়েছে পুকুরে। যার জেরে বিপদ মাথায় করে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ, দুর্ঘটনাও ঘটছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনও দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। ১৫-২০ দিন ধরে এমনই অবস্থা বারুইপুরের মদারাট পঞ্চায়েতের মাঝেরহাট থেকে সীতাকুণ্ড যাওয়ার রাস্তার। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের সব জায়গায় জানানো হলেও কাজ হয়নি। বৃষ্টি বাড়লে সমস্যা আরও বাড়বে। এই প্রসঙ্গে মদারাট পঞ্চায়েতের প্রধান রক্ষিত নস্কর বলেন, রাস্তা খুব তাড়াতাড়ি মেরামত করা হবে।
এই রাস্তা দিয়েই সীতাকুণ্ড, বলবন, ফুলতলার দিকে যাওয়া যায়। স্কুল পড়ুয়াদেরও যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়েই। টোটো, অটো চলাচল করে। বাসিন্দারা জানাচ্ছেন, ৫-৬ বছর আগে নতুন রাস্তা তৈরি হয়েছিল। এরমধ্যেই অবস্থা খারাপ। পুরো ধস নেমে ফাটল ধরে বড় গর্ত হয়ে গিয়েছে। একটু অসতর্ক হয়ে ওই গর্তে গাড়ি পড়লেই অঘটন ঘটবে। রাস্তা দিয়ে সন্ধ্যায় যাতায়াত করা বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত থেকে দেখে গিয়েছে। কিন্তু রাস্তা কবে মেরামত হবে জানায়নি। গৃহবধূ মামণি সর্দার বলেন, প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তা বিপজ্জনক বোঝাতে শুধুমাত্র পতাকা দিয়ে রাখা হয়েছে। রাস্তার পাশেই পুকুর। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে স্কুলে যেতে চাইছে না। বাসিন্দা ইছা আলি লস্কর বলেন, দু’সপ্তাহ ধরে এমনই অবস্থা। অবিলম্বে রাস্তা মেরামত দরকার। -নিজস্ব চিত্র