• ভোটের আগে হাজারের বেশি রাস্তা নির্মাণ এবং সংস্কার হবে ভাটপাড়ায়
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত ভাটপাড়া। সেই ভাটপাড়াকে সুন্দর করে সাজিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পুর এলাকায় কাঁচা রাস্তা থাকবে না। সব রাস্তা পাকা করা হবে। ছোট, বড় মিলিয়ে বিধানসভা ভোটের আগে প্রায় ১১০০টি রাস্তা তৈরি অথবা মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাটপাড়া পুরসভার পূর্তবিভাগ ডিপিআর তৈরির কাজ শুরু করতে চলেছে।

    ভাটপাড়া পুরসভা এলাকার উন্নয়ন নিয়ে বৃহস্পতিবার পুরভবনে বিধায়ক, চেয়ারপার্সন, চেয়ারম্যান পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসেন সাংসদ পার্থ ভৌমিক। সেই বৈঠকে ঠিক হয়েছে, বিধানসভা ভোটের আগে ভাটপাড়া পুরসভা এলাকায় রাস্তা এবং নিকাশি নালা ঢেলে সংস্কার করা হবে। কোন কোন রাস্তা তৈরি করা হবে সেই তালিকা ১৫ দিনের মধ্যে করার দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তবিভাগের চেয়ারম্যান পরিষদের সদস্য অরুণ ব্রহ্মকে। 

    এই কাজ করতে গেলে প্রায় ২০ কোটি টাকা খরচ হবে বলে মনে করছেন পুরসভার কর্তা ব্যক্তিরা। সেই টাকা রাজ্য পুরদপ্তর, পূর্তদপ্তর, বিধায়ক ও সাংসদ তহবিল এবং পুরসভার ফান্ড থেকে খরচ করা হবে। পুরসভার পক্ষ থেকে এর জন্য আবেদন করা হবে রাজ্য সরকারের কাছে। ইতিমধ্যে এই পুরসভার অন্তর্গত তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা পূর্তদপ্তরের হাতে দেওয়া হয়েছে। তারা মেরামত করে দেবে। খুব শীঘ্রই কাজ শুরু হবে ভাটপাড়া পুরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউ কর্ড রোড। সোমনাথ শ্যাম জানিয়েছেন, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কাঁচা রাস্তায় ভোট চাইতে যাব না। আমরা সেটাই করতে চলেছি। সব রাস্তা পাকা হবে। 

    বৈঠকের পরে সাংসদ পার্থ ভৌমিক বলেন, জনতার দরবারে মানুষের সমস্যা শুনেছি, তা সমাধান করার উদ্যোগ নেওয়া হল। রাস্তা ও জল নিকাশিকে গুরুত্ব দিয়ে তৈরি হবে নতুন ভাটপাড়া।
  • Link to this news (বর্তমান)