• নিম্নচাপের জেরে দিনভর একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস, কখন থামবে বৃষ্টি?
    এই সময় | ০৮ জুলাই ২০২৫
  • নিম্নচাপের চোখ রাঙানি। মঙ্গলবার সকাল থেকেই নাগাড়ে বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ একাধিক জেলায়। এ দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে একটি নিম্নচাপ। তা ক্রমশ সরবে ঝাড়খণ্ড এবং ছত্তিসগড়ের দিকে। এর ফলে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে গড়ে ১৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের থেকে বেশি।

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতি, শুক্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

    মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় বৃষ্টি হচ্ছে। সকাল থেকে এখনও পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে ৪৫ মিলিমিটার, কাঁকুড়গাছিতে ৮০ মিলিমিটার, সল্টলেকে ৮৮ মিলিমিটার, ব্যারাকপুরে ৯৩ মিলিমিটার এবং উত্তর কলকাতা, শ্যামবাজারে ৭৭ মিলিমিটার।

    এ দিকে বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রার পারদও। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি কম এবং মঙ্গলবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৯ শতাংশ।

    উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার সেখানে দুর্যোগ বাড়বে। ওই দিনে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও।

  • Link to this news (এই সময়)