• রাতভর বৃষ্টির জেরে জল জমেছে শহরের একাধিক রাস্তায়! ট্রাফিকের হাল কেমন জানুন..
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপের জেরে শহরে গতকাল, সোমবার গভীর রাত থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি চলছে। যার ফলে জল জমেছে শহরের একাধিক রাস্তায়। আজ, মঙ্গলবার স্কুল-কলেজ থেকে খোলা রয়েছে অফিসও। তাই বৃষ্টির মধ্যেই রাস্তাতে বেরিয়ে বিপাকে পড়ছেন অনেকেই। অপরদিকে গঙ্গায় জোয়ারের কারণে এদিন জলস্তর বাড়বে। তাই আজ, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত লকগেট। তাই সেই সময়ে শহরের বিভিন্ন রাস্তা থেকে জল নামতে দেরি হবে। জল জমার জন্য শহরের একাধিক রাস্তায় ট্রাফিক রয়েছে স্লো।যদিও গাড়ির সংখ্যা কম থাকায় কোথাও এখনও পর্যন্ত যানজট হয়নি। তবে বেলা বাড়লে যানজট হতে পারে বলে আশঙ্কা কলকাতা ট্রাফিক কন্ট্রোলের। বৃষ্টির জেরে মুক্তারাম বাবু স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ জলমগ্ন। এই রাস্তাগুলিতে ট্রাফিক স্লো রয়েছে। এছাড়াও কাঁকুড়গাছি, পাতিপুকুর সহ শহরের একাধিক আন্ডারপাসে বৃষ্টির জেরে জল জমে রয়েছে। যার ফলে গাড়ি চলছে ধীর গতিতে। দক্ষিণ কলকাতার যাদবপুর, ভবানীপুরের একাধিক এলাকাতেও জল জমে রয়েছে। এদিন শহরে উল্লেখযোগ্য কোনও মিটিং বা মিছিল নেই। তবুও শহরের যান নিয়ন্ত্রণে সর্বদা তৎপর কলকাতা ট্রাফিক পুলিস। 
  • Link to this news (বর্তমান)