নিম্নচাপের জেরে শহরে গভীর রাত থেকেই চলছে বৃষ্টি, আজ, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া? যা জানাল হাওয়া অফিস
বর্তমান | ০৮ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপের জেরে গতকাল, সোমবার গভীর রাত থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে শহরে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টি। আজ, মঙ্গলবার সারাদিনই এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি কম। আজ, মঙ্গলবার শহরের আকাশ থাকবে মেঘলা। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।গতকাল, সোমবার রাত থেকে শহরে ব্যাপক বৃষ্টির ফলে জল জমেছে একাধিক এলাকায়। যার মধ্যে রয়েছে ঠনঠনিয়া কালীবাড়ি, সুকিয়া স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, যাদবপুর, ভবানীপুরের একাধিক এলাকা। এদিন জোয়ারের জন্য সকাল ১১টা ৫৫ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৫.০৩ মিটার। তাই সকাল ১০ টা থেকে বন্ধ থাকবে লকগেট। যার ফলে শহরে জলযন্ত্রণা বাড়তেই থাকবে বলে অনুমান। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৪২.৫ মিমি। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে। প্রায় ১৯৫ মিমি। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ধীরগতিতে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে তাই আগামী কাল, বুধবার থেকে শহরে কমবে বৃষ্টি।