• ঘটনার সময়ে কোথায় ছিলেন উপাধ্যক্ষ, প্রশ্ন
    আনন্দবাজার | ০৮ জুলাই ২০২৫
  • দক্ষিণ কলকাতা আইন কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ের রেজিস্টার খাতায় কলেজে তাঁর হাজিরা, অর্থাৎ ঢোকা এবং বেরোনোর যে সময় লিপিবদ্ধ করা রয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনার সময়ে তিনি ওই কলেজেই ছিলেন কি না, প্রশ্ন উঠেছে তা নিয়েও।

    আইন কলেজের রেজিস্টার খাতার একটি পাতার ছবি সংবাদমাধ্যমের হাতে এসেছে (খাতার ওই পাতা ওই কলেজেরই কি না, তা অবশ্য যাচাই করা সম্ভব হয়নি)। সেই খাতায় দেখা যাচ্ছে, উপাধ্যক্ষ নয়না ২৫ জুন, অর্থাৎ কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার দিন ৯টা ৫০ মিনিটে কলেজে এসেছেন এবং ৯টা ৫০ মিনিটে কলেজ থেকে বেরিয়ে গিয়েছেন। বেরোনোর সময় সকাল ৯টা ৫০, না কি রাত ৯টা ৫০ মিনিট, তা অবশ্য লেখা নেই। কসবার ওই কলেজে গণধর্ষণের ঘটনাটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে ঘটেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রশ্ন উঠেছে, উপাধ্যক্ষের বেরোনোর সময় যদি রাত ৯টা ৫০ মিনিট হয়, তা হলে কি ঘটনার সময়ে তিনি কলেজেই ছিলেন?

    ওই পাতায় দেখা যাচ্ছে, ২১, ২২, ২৩ ও ২৪ জুন তারিখের পাশে লেখা আছে ‘সিলেবাস কমিটি’। তার মানে কি উপাধ্যক্ষ সে দিন সিলেবাস কমিটির বৈঠকে গিয়েছিলেন? যদিও তারিখগুলির পাশে তাঁর কলেজে হাজিরার সময় লেখা নেই। কিন্তু ঘটনার দিন, অর্থাৎ ২৫ তারিখের পাশে উপাধ্যক্ষের আসা-যাওয়ার সময় লেখা আছে। কিন্তু সেখানে ‘সিলেবাস কমিটি’ বলে কিছু লেখা নেই। আরও দেখা যাচ্ছে, ২৫ তারিখ নয়নার কলেজে ঢোকার ও বেরোনোর সময় হিসেবে যে দু’বার ৯টা ৫০ মিনিট লেখা আছে, তাতে ৯ সংখ্যাটি দু’রকম ভাবে লেখা হয়েছে। প্রশ্ন উঠেছে, তা হলে কি অন্য কেউ উপাধ্যক্ষের লেখার উপরে কলম চালিয়েছে?

    সোমবার কলেজ ছুটির পরে উপাধ্যক্ষ যখন বেরোন, তখন এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে কোনও উত্তর দেননি। তিনি কলেজ থেকে বেরোনোর সময়ে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মহিলা পুলিশকর্মীরা তাঁকে আড়াল করে ট্যাক্সিতে তুলে দেন। গাড়িতে ওঠার আগে নয়না শুধু জানান, তিনি সে দিন সকাল ৯টা ৫০ মিনিটে কলেজে ঢোকেন। সিলেবাস কমিটির বৈঠকের জন্য ১০টায় বেরিয়ে যান। কিন্তু ২৫ তারিখের পাশে ‘সিলেবাস কমিটি’ বলে কিছু লেখা নেই। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেননি। রেজিস্টারে তাঁর সই, সময় লেখা নিয়েও কিছু বলেননি।
  • Link to this news (আনন্দবাজার)