• কুমারগঞ্জে নাবালিকাকে খুনের ঘটনায় গ্রেপ্তার ১
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে নাবালিকাকে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃত সম্পর্কে নাবালিকার মেসো বলে জানা গিয়েছে। ধৃতের নাম বিজয় কিস্কু। সে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে খুনের কথা স্বীকার করেছে। তবে ধর্ষণ করেছে কিনা সেই কথা এখনও পর্যন্ত স্বীকার করেনি ধৃত। কুমারগঞ্জে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস তদন্ত শুরু করে। তদন্ত করতে গিয়ে দেখা যায় মৃতার মেসোই এই খুনের সঙ্গে জড়িত। পুলিস সূত্রে আরও খবর, গত শুক্রবার বিকেলে অভিযুক্ত হলুদ গেঞ্জি পরে কুমারগঞ্জের একটি রাস্তার মোড় থেকে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়েছিল। সেই হলুদ গেঞ্জির খোঁজে তদন্তে নামে পুলিস।গতকাল, সোমবার কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার ও আরও এক আধিকারিক অনন্ত মণ্ডলের নেতৃত্বে স্পেশাল টিম গঠন করা হয়। এরপরেই হলুদ গেঞ্জির পরা অভিযুক্তের খোঁজে গোপনে তল্লাশি চলে। পরে দেখা যায়, মৃত নাবালিকার বাড়িতেই হলুদ গেঞ্জি পরে শোকার্ত পরিবারের পাশে রয়েছে অভিযুক্ত ব্যক্তি। তখনই তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করতেই খুনের কথা স্বীকার করে সে। তবে ঠিক কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিসের প্রাথমিক অনুমান, নাবালিকার বাবার সঙ্গে পুরনো শত্রুতা ছিল। সেই কারণেই ধৃত ব্যক্তি খুন করে থাকতে পারে। জানা গিয়েছেষ ধৃত যুবক কুমারগঞ্জের সিপিআইএম নেতার ছেলে। ফলে এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির তরফে থানা ঘেরাওরের ডাক দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)