• ভারী বৃষ্টির জেরে জল জমেছে শহরের একাধিক রাস্তা, ছবির মাধ্যমে জানুন কোথায় কোথায়
    বর্তমান | ০৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপের বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। যার ফলে শহরের একাধিক রাস্তায় ট্রাফিকে রয়েছে সমস্যা। ধীর গতিতে চলছে যান। কলকাতা পুরসভার তরফে জল নামানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আজ, মঙ্গলবার সকাল ১১টা ৫৫ মিনিটে জোয়ার থাকায় গঙ্গায় জলস্তর বৃদ্ধি পেয়েছে। সেই কারণে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল লকটেগগুলি। যার ফলে জল জমে থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। একই চিত্র বরানগর, দমদম, ভিআইপি রোড, চিনার পার্ক ও বারাকপুরেও। দমদম স্টেশনের সামনের রাস্তা জলমগ্নভারী বৃষ্টিতে জল জমেছে সিঁথির মোড় থেকে বরানগর বাজারগামী রাস্তায়জলমগ্ন গল্ফগ্রিনভারী বৃষ্টির জেরে জল জমেছে মহাত্মা গান্ধী রোডেজলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউজল জমে রয়েছে মুক্তারাম বাবু স্ট্রিটেভারী বৃষ্টিতে জলমগ্ন ঠনঠনিয়া কালীবাড়িঢাকুড়িয়াতে জল জমেছেজলমগ্ন আমহার্স্ট স্ট্রিটভারী বৃষ্টিতে জলমগ্ন বারাকপুর
  • Link to this news (বর্তমান)