বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ হামেশায় উঠে আসে। এবার নিশানার তিরে নাম মোদীর। ধর্ম ধর্ম করেই নিজেই সেই ধর্মের অপমান করছে, এমনটাই দাবি ব্রাত্য বসুর। একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী হয়েও একটি নির্দিষ্ট ধর্মের প্রতি তিনি বেশি নজর দেন। আবার সেই ধর্মকেই তিনি অপমান করলেন। এমনটা অভিযোগ করে, একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী।
সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে রয়েছে অনেক মানুষের ভিড়। তাঁদের মধ্যে কেউ সেজেছে হনুমান, কেউ আবার শিব। তাঁরা সবাই প্রণাম করছেন মোদীকে। তাঁর সামনে মাথা নীচু করছে সবাই। এমনি একটি ভিডিও দেখিয়ে তিনি বলেছেন, তিনি ধর্ম নিয়ে এত জ্ঞান দেন আর তিনিই নিজে দাঁড়িয়ে হিন্দু ধর্মের অপমান করলেন!
সমাজমাধ্যমে ব্রাত্য বসু লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সনাতন ধর্মকে নিয়ে বক্তৃতা দিতে কখনও পিছপা হন না। নানা মঞ্চে তিনি ধর্ম ও আধ্যাত্মিকতার মাহাত্ম্য বোঝান, দেশবাসীকে সনাতনের আদর্শে অনুপ্রাণিত হতে বলেন। অথচ তিনিই যখন রাজনৈতিক প্রচারে যান, তখন দেখা যায় নানা দেবদেবীকে সাজিয়ে পাঠানো হচ্ছে তাঁর সামনে।’ তিনি কটাক্ষ করে বলেছেন, এটা কোনো ভক্তি নয়, এটা আমাদের ধর্ম, বিশ্বাস ও ঐতিহ্যের বাইরে। শিক্ষামন্ত্রীর বক্তব্য, এটা আসলে কোনো ধর্ম নয়। এইগুলো হল জনমত টানার প্রচেষ্টা। ভক্তি-শ্রদ্ধা কোনোটাই নেই এর মধ্যে।