বিজেপির ২১শে জুলাই কর্মসূচির অনুমতি দিল না শিলিগুড়ি পুলিশ, কী আছে সেই চিঠিতে?
হিন্দুস্তান টাইমস | ০৮ জুলাই ২০২৫
২১শে জুলাই। একদিকে কলকাতায় বিরাট কর্মসূচি তৃণমূলের। অন্যদিকে বিজেপি যুব মোর্চার তরফে শিলিগুড়িতে ওই দিনই বড় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল বিজেপির যুব মোর্চার তরফে। সেকারণে অনুমতি চাওয়া হয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাছে। কার্যত ২১শে জুলাই শিলিগুড়িতে বড় কর্মসূচির ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। তবে সেই কর্মসূচিতে অনুমতি দিল না শিলিগুড়ি পুলিশ। এবার বিজেপির যুব মোর্চা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাজ্য পুলিশ ভারতীয় জনতা যুব মোর্চার মিছিলে এনওসি দেয়নি। নৌকাঘাট থেকে উত্তরকন্যা পর্যন্ত সেই কর্মসূচির ঘোষণা করেছে বিজেপির যুব মোর্চা।
ভারতীয় জনতা যুব মোর্চাকে পাঠানো সেই চিঠিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট জানিয়েছে, ২১শে জুলাই কলকাতায় বড় কর্মসূচি রয়েছে। সেকারণে উত্তরবঙ্গ থেকে বিপুল সংখ্যক সমর্থক কলকাতায় যাবেন। সেকারণে শিলিগুড়ি ট্রানজিট পয়েন্ট হওয়ার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করতে হবে।
আপনাদের প্রস্তাবিত মিছিলের রুটটি হল নৌকাঘাট থেকে উত্তরকন্যা পর্যন্ত। সেটা এশিয়ান হাইওয়ে-২ এর একটি অংশ। আপনাদের মিছিলের জেরে যানজট হতে পারে।
এছাড়াও এটা উল্লেখ করা যায় যে নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজ ও ডিসান হাসপাতাল রয়েছে এই রুটে। তিনবাত্তি মোড়ে স্টার হাসপাতাল রয়েছে। ওই রুটে তিনটি হাসপাতালে এমার্জেন্সি রোগীদের নিয়ে যাওয়া হয়। সেকারণে সেই রাস্তা পরিষ্কার রাখার জন্য অনেক পুলিশ দরকার। কিন্তু ওই তারিখে অত পুলিশ শিলিগুড়ি কমিশনারেটের হাতে নেই। সেকারণে ২১শে জুলাই আপনাদের কর্মসূচিতে সম্মতি দেওয়া সম্ভব নয়। চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার।
মূলত একদিকে পর্যাপ্ত পুলিশ না থাকা ও অন্যদিকে যে রুটে বিজেপি যুব মোর্চার কর্মসূচি সেই রুটে একাধিক হাসপাতাল থাকার কথা উল্লেখ করে শিলিগুড়ি পুলিশ বিজেপি যুব মোর্চার প্রস্তাবিত কর্মসূচিতে এনওসি দিতে চায়নি।