দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের মুকুটে নতুন পালক। ভারত সরকারে জৈব প্রযুক্তি বিভাগের এক প্রকল্পে কাজ করে বিশিষ্ট কলেজের স্বীকৃতি পেল দুর্গাপুরের এই কলেজ। দেশের মোট চারটি কলেজকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মধ্যে এ রাজ্য থেকে একমাত্র দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ এই স্বীকৃতি পেয়েছে।
জানা গিয়েছে, চলতি মাসের ১ থেকে ৩ জুলাই দিল্লির হিন্দু কলেজে অনুষ্ঠিত হয়েছিল ডিবিটি (Department of Bio Technology) স্টার কলেজ প্রকল্পের অনুষ্ঠান। সেখানে অংশ নিয়েছিল দুর্গাপুর কলেজ-সহ মহারাষ্ট্র, দিল্লি ও পাঞ্জাবের একটি করে কলেজ। ৩ জুলাই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজকে প্যানেলে আলোচনার করার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেখানে দুর্গাপুর কলেজ কর্তৃপক্ষ জল দূষণ, মেশিন লার্নিং, রাসায়নিক যৌগের ক্রিয়া কলাপ, উদ্ভিদ থেকে তেল নিষ্কাশন এবং বৈদ্যুতিন সরঞ্জামের প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন। যা ব্যাপক প্রশংসা পেয়েছে ডিবিটি স্টার কলেজ প্রকল্পের চেয়ারপার্সন ও কো-চেয়ারপার্সনের কাছে।
দেশের বিশিষ্ট কলেজের স্বীকৃতি পাওয়ায় খুশি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক-অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীরা। কলেজের প্রিন্সিপাল দেবনাথ পালিত বলেন, ‘সকলের সহযোগিতা ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব ছিল না। এখন আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। ভবিষ্যতের উচ্চ শিক্ষার বিষয়ে আরও কাজ করবে আমাদের এই কলেজ।’
উল্লেখ্য, ২০০৮ সালে কেন্দ্রীয় সরকারের অধীনে ডিবিটি স্টার কলেজ প্রকল্পটি শুরু হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশেজুড়ে বিজ্ঞান শিক্ষার মান উন্নত করার জন্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে সহায়তা করা যায়।