আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হুগলি জেলা জুড়ে। শহর ও শহরতলির বহু রাস্তায় জমে উঠেছে বৃষ্টির জল, যা উপচে ঢুকে পড়েছে অনেক বাড়ির ভেতরেও। জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে এই বৃষ্টিতে। সবচেয়ে বেশি জল জমেছে ব্যান্ডেলের নলডাঙা, চুঁচুড়ার পীরতলা, এবং ধর্মপুর অঞ্চলে। কোন্নগর সাবওয়ে সম্পূর্ণ জলের তলায় চলে গেছে, ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে সেই পথ দিয়ে।
শ্রীরামপুরের নিচু এলাকাগুলিও জলমগ্ন হয়ে পড়েছে, স্থানীয় বাসিন্দারা জল কাঁধে করে ঘরে ফিরছেন। জেলার বিভিন্ন নদী-নালা ও খাল গুলি উপচে উঠেছে। বৃষ্টির ফলে এখনই কৃষিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকলেও, বিশেষ করে সবজি চাষ ক্ষতির মুখে পড়তে পারে বলে জানাচ্ছেন কৃষি আধিকারিকেরা। মাচায় ওঠানো সবজির ফুল ঝরে পড়ছে, যার ফলে উৎপাদন কমার আশঙ্কা তৈরি হয়েছে। ভারী বর্ষণ চলতে থাকলে মাঠে জল জমে গিয়ে আরও সমস্যার সৃষ্টি হতে পারে। তবে জুন মাসের বৃষ্টির ঘাটতি অনেকটাই পুষিয়ে দিয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহে হওয়া টানা বৃষ্টি — এমনটাই জানিয়েছে কৃষি দপ্তর।