• ‘যেখানে সেখানে বাস দাঁড়াবে না, সময়ে পৌঁছে দিতে হবে যাত্রীদের’, জগন্নাথ মন্দির খোলার পরে দিঘায় ভিড় বাড়ছে, নির্দেশিকা সরকারের
    আনন্দবাজার | ০৮ জুলাই ২০২৫
  • এমনিতে সপ্তাহান্তে ভিড় লেগেই থাকত পূর্ব মেদিনীপুরের সমুদ্রনগরী দিঘায়। তবে গত এপ্রিলে জগন্নাথ মন্দির খোলার পর থেকে পর্যটক এবং দর্শনার্থীদের ভিড় কয়েক গুণ বেড়ে গিয়েছে। প্রায় প্রত্যেক দিন দিঘায় বেড়াতে যাচ্ছেন বিভিন্ন জায়গার প্রচুর মানুষ। এমতাবস্থায় গণপরিবহণ ব্যবস্থাকে সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহণ দফতর। মূলত বেসরকারি বাস চলাচলের জন্য এই নির্দেশিকা। তবে সরকারি বাসও সেই নিয়ম মেনে চলবে। ঠিক ভাবে নিয়ম মানা হচ্ছে কি না, তা পর্যালোচনায় এ বার থেকে নির্দিষ্ট সময় অন্তর বৈঠকে বসবে পরিবহণ দফতর।

    মঙ্গলবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এ বার থেকে বাস ছাড়তে হবে সময় মেনে। যে সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছোনোর কথা, ঠিক সেই সময়ের মধ্যেই যাত্রীদের পৌঁছে দিতে হবে। বস্তুত, বেশ কিছু দিন ধরে দিঘাগামী বাসগুলির যাত্রীদের অভিযোগ, সময় মেনে বাস চলছে না। বাসে ভিড় হচ্ছে প্রচণ্ড। হুড়োহুড়ি করে স্ট্যান্ডে নামানো হচ্ছে যাত্রীদের। ফলে বিপদের ঝুঁকি থাকছে। এই প্রেক্ষিতে সরকার জানিয়েছে, পরিবহণ সংস্থাগুলির পরিচালিত বাস বা এসটিইউ-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে তাদের। সিদ্ধান্ত হয়েছে, নির্ধারিত সময় মেনেই দিঘা থেকে বাস চলাচল করবে। কোনও স্ট্যান্ডে বাস দাঁড়াবে নির্দিষ্ট সময় অনুযায়ী। যাতায়াতে অযথা যাতে দেরি না-হয় সেদিকে নজর রাখা হবে।

    একই ভাবে বেসরকারি বাস সংগঠন এবং মালিকদের উদ্দেশেও নির্দেশিকা জারি হয়েছে। তাতে বলা হয়েছে, দিঘা যাতায়াতের পথে কোনও স্ট্যান্ডেই দীর্ঘ ক্ষণ দাঁড়াবে না বাস। আবার হুড়োহুড়িও যেন না-হয়, সে দিকে নজর রাখতে হবে। যাত্রীরা সুষ্ঠু ভাবে ওঠার পর বাস ছাড়তে হবে। যে রুটে যে সময়ে বাসের যাত্রা শুরু এবং গন্তব্যে পৌঁছোনোর কথা, সেই সময় মানতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিবহণ দফতরের নির্দেশিকায় এ-ও বলা হয়েছে,যদি কোনও সময় কোনও পরিস্থিতির কারণে বাসগুলির গতিপথ বদলাতে হয়, তা-হলে সেটা আগাম জানিয়ে দেওয়া হবে। এই সময় বাসমালিকেরা কোনও অজুহাত দিতে পারবেন না। এক মাস অথবা কয়েক সপ্তাহ অন্তর এই সিদ্ধান্ত নিয়ে আবার আলোচনা হবে। বাস চলাচল ঠিক ভাবে হচ্ছে কি না, তাতে নজরদারি করা হবে।

    মঙ্গলবার পরিবহণ দফতরে এই সংক্রান্ত বিষয়ে বৈঠক হয়েছে। তাতে বাসমালিক সংগঠনগুলির প্রতিনিধিরা ছিলেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ-প্রশাসন এবং ওই জেলার পরিবহণ কমিটিগুলিকেও বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি সম্পর্কে অবহিত করা হবে।

    উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী, রথযাত্রার দিন থেকে গত ১১ দিনের প্রায় ১৪ লক্ষ মানুষের সমাগম হয়েছে। মঙ্গলবার রসগোল্লা দিয়ে লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করে জগন্নাথদেব আবার দিঘা জগন্নাথধামে প্রবেশ করেছেন। এর মাধ্যমে এ বারের মতো রথযাত্রা উৎসবের সমাপ্তি হল।
  • Link to this news (আনন্দবাজার)