• ক্লাসে ছাত্রীর শ্লীলতাহানি: স্কুল কর্তৃপক্ষকে তলব সিডব্লুসি’র, প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে সরব প্রাক্তনীরা
    বর্তমান | ০৯ জুলাই ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের নামী বেসরকারি স্কুলে ক্লাসের মধ্যে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন প্রাক্তনীরা। প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে মঙ্গলবার স্কুলে ডেপুটেশন দেন তাঁরা। শুধু তাই নয়, ক্লাসের মধ্যে এ ধরনের ঘটনা ঘটায় স্কুলের পক্ষ থেকে ওই ছাত্রীর পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছেন প্রাক্তনীরা। এই ইস্যুতে তাঁদের পাশে দাঁড়িয়েছে শহরের নাগরিক ও ছাত্র সমাজ। এদিন তারাও প্রাক্তনীদের সঙ্গে স্কুলে ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেয়।এদিকে, ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় এবার স্কুল কর্তৃপক্ষকে তলব করল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লুসি)। ১০ জুলাই তাদের সিডব্লুসি’র সামনে হাজির হয়ে বক্তব্য জানাতে বলা হয়েছে। সেইসঙ্গে ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছিল, ওইদিন তার রিপোর্টও পেশ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান মান্না মুখোপাধ্যায়।
  • Link to this news (বর্তমান)