১১ দিনের মাথায় ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনার পর্দা ফাঁস, গ্রেপ্তার ২
বর্তমান | ০৯ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনার পর্দা ফাঁস করল পুলিস। গত ২৬ জুন অণ্ডাল থানার উখড়া গ্রামের শনি মন্দির সংলগ্ন ব্রিজ প্রসাদ বর্ণওয়াল নামে এক ব্যবসায়ীর তালা বন্ধ বাড়িতে চুরির ঘটনা ঘটে । নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার সময় ঘরে অনুপস্থিত ছিলেন ওই ব্যবসায়ী ও তাঁর পরিবার । সপরিবারে তাঁরা কয়েক দিনের জন্য বাইরে গিয়েছিলেন । বাড়ি ফিরে চুরির ঘটনাটি নজরে আসে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে উখড়া ফাঁড়ির পুলিস । চলতি মাসের ৪-ই জুলাই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিসের হাতে ধরা পড়ে শেখ আব্দুল মালিক ও মোহাম্মদ জামাল নামে দু'জন । ধৃত দুজনের মধ্যে একজনের বাড়ি উখরা গ্রামের শংকরপুর ও অপরজন রানীগঞ্জের বাসিন্দা বলে জানা যায় । ধৃতদের আদালতে পেশ করার পর দুষ্কৃতীদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া অলংকারের একাংশ উদ্ধার হয়েছে বলে মঙ্গলবার অন্ডাল থানাতে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসিপি (ইস্ট) অভিষেক গুপ্তা । উদ্ধার হয়েছে চুরি যাওয়া ও সোনা ও রুপোর অলংকার। এদিন সাংবাদিক সম্মেলনে ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা বলেন, “বাড়ি বন্ধ এসে কেউ কোনও জায়গায় গেলে নিজেদের একটু সচেতন ও সতর্ক হওয়া প্রয়োজন। পাশাপাশি বাড়ি তালা বন্ধ করে বাইরে যাওয়ার প্রোগ্রাম থাকলে বাড়ির মূল্যবান সামগ্রী নিরাপদ জায়গায় রেখে যাওয়া উচিত।” তিনি বলেন, “পুলিস সবরকম ভাবে এই বিষয়ে প্রচার চালাচ্ছে। উখড়ার ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় উখড়া ফাঁড়ির পুলিস তদন্তে নেমে চুরির ঘটনায় জড়িত দুই দুষ্কৃতীকে পাকড়াও করে, উদ্ধার হয় চুরি যাওয়া সোনা ও রুপোর অলংকার। তাদের আবার দুর্গাপুর আদালতের তুলে মহামান্য আদালতের কাছে পুলিসই হেফাজতের আবেদন করা হবে।”