ছাত্রী হস্টেলে সিসি ক্যামেরা কাণ্ডে গ্রেপ্তার অ্যাকাউন্ট্যান্ট, শিক্ষক
বর্তমান | ০৯ জুলাই ২০২৫
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ছাত্রীদের হস্টেলে সিসি ক্যামেরা কাণ্ডে এবারে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানা। হস্টেলের অ্যাকাউন্ট্যান্ট এবং অঙ্কণ শিক্ষককে সোমবার রাতে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিস। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, দু’জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাত্রীদের ও অভিযোগকারীদের বয়ান শুনে জেরা করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে ধৃত দুই অভিযুক্তকে রায়গঞ্জ আদালতে পেশ করেছিল পুলিস। রায়গঞ্জ পকসো আদালতের সরকারি আইনজীবী অজয় দাস বলেন, পুলিস ধৃতদের পাঁচদিনের পুলিস হেফাজত চেয়ে আদালতে পেশ করা হয়েছিল। বিচারক তিনদিনের পুলিস হেফাজত মঞ্জুর করেছেন।
কালিয়াগঞ্জের সরকারি হাইস্কুলের ছাত্রীদের হস্টেলের বাথরুম বন্ধ রেখে কলপাড়ে সিসি ক্যামেরায় নজরদারিতে স্নান করতে বাধ্য করা হচ্ছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পর আন্দোলন শুরু হয়েছে স্কুল ক্যাম্পাসে। বর্তমানে হস্টেলে থাকছেন না আবাসিকরা। এক আবাসিকের বাবা বলেন, দুই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। কিন্তু প্রধান শিক্ষিকাকে সরানো হয়নি। তাঁকে না সরানো পর্যন্ত আমরা সাহস পাচ্ছি না ছাত্রীদের হস্টেলে পাঠাতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, পুলিস তদন্ত করছে, তদন্তে নিয়ে তারাই জানাবে। আমার বিরুদ্ধে কিছু থাকলে প্রশাসন তা ঠিক করবে। ইতিমধ্যে কালিয়াগঞ্জ থানার পুলিস প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি ধৃতদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে।