সংবাদদাতা, চাঁচল: শ্যালিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক! স্বামীর পরকীয়ার প্রতিবাদ করলেই মারধর জুটত স্ত্রীর। সেই অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি হল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের। তাঁকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের চাড়ালু গ্রামে। পুলিস জানিয়েছে, মৃতার নাম বিলকিস বিবি (৩৮)। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। স্বামী মোস্তাফিজুর রহমানকে মঙ্গলবার পুলিস গ্রেপ্তার করেছে। এই ঘটনায় স্বামী ছাড়াও শ্বশুর, শাশুড়ি ও পিসতুতো শ্যালিকার বিরুদ্ধে থানায় অভিযোগ
দায়ের হয়েছে।
মৃতার বাবা সাহাবুদ্দিন বলেন, সোমবার রাত ৯টা নাগাদ মেয়ের শ্বশুরবাড়ি থেকে খবর আসে তার শরীর খারাপ। কিন্তু গিয়ে দেখি, কাউকে ঘরে ঢুকতে দিচ্ছে না। জোর করে ঢুকে দেখি মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে। শরীরের উপরের অংশে কালশিটে হয়ে গিয়েছে। আমি নিশ্চিত, মেয়েকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি।
পরিবার সূত্রে জানা গিয়েছে,বিলকিস বিবির দুই মেয়ে রয়েছে। দু’সপ্তাহ আগেই বড় মেয়ের বিয়ে হয়। অভিযোগ,কয়েক বছর ধরে এক পিসতুতো শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে মোস্তাফিজুর। গ্রামে জানাজানি হওয়ায় একাধিকবার সালিশি সভাও বসে। কিন্তু কোনও সমাধান হয়নি। আড়াই মাস আগে সেই শ্যালিকাকে নিয়ে দিল্লি চলে যায় মোস্তাফিজুর। সম্প্রতি সে বাড়ি ফেরে। কিন্তু শ্যালিকাকে বাইরে কোথাও রেখে আসে। গোটা ঘটনায় প্রথম স্ত্রী বিলকিসের সঙ্গে অশান্তি আরও বেড়ে যায়। মৃতার মা নাজিমা খাতুন বলেন, আমার মেয়ে সংসার বাঁচাতে চেয়েছিল। মেয়েরা বড় হচ্ছে, তাই সব সহ্য করছিল। জানত স্বামী পরকীয়া করছে। তবু সে সংসার করছিল। পরকীয়ার প্রতিবাদ করায় মেয়েকে একাধিকবার মারধর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলকিস ২০১৮ সালে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরে তাঁর স্বামী মোস্তাফিজুর প্রার্থী হয়ে হেরে যান। চাঁচল-১ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলি বলেন, যারা অপরাধ করেছে, পুলিস আইন মেনে পদক্ষেপ করবে।
চাঁচল থানার এক আধিকারিক বলেন, স্বামীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিজনরা। - নিজস্ব চিত্র।