• দার্জিলিংয়ে বিকল্প রাস্তা তৈরির ডিপিআর প্রস্তুত
    বর্তমান | ০৯ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, দার্জিলিং: লেবং, দাবাইপানি এবং তিস্তা হয়ে দার্জিলিং যাওয়ার জন্য একটি বিকল্প মহাসড়ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য ডিপিআর তৈরি করেছে সড়ক পরিবহণ মন্ত্রক। মঙ্গলবার একথা জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গাদকরিকে অভিনন্দন জানিয়েছেন। বিজেপি সাংসদ বলেন, ব্রিটিশ শাসনকালে নির্মীত বর্তমান জাতীয় সড়ক ১১০ (পূর্বে এনএইচ-৫৫) অত্যন্ত সংকীর্ণ, যার কারণে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা ঘণ্টার পর ঘণ্টা যানজট এবং চাপের সম্মুখীন হচ্ছেন। তাই দার্জিলিং এবং শিলিগুড়ির সঙ্গে সংযোগকারী একটি বিকল্প রুট তৈরির দাবি কেন্দ্রীয় সরকারের কাছে জানাই। এবার সেই দাবি পূরণ হতে চলেছে। 
  • Link to this news (বর্তমান)