• বিএসএফ ও এনসিবি’র যৌথ অভিযানে উদ্ধার ৪৭৩ কেজি গাঁজা
    বর্তমান | ০৯ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: সীমান্ত লাগোয়া এলাকায় ফের বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কোচবিহার জেলার কোতোয়ালি থানার অন্তর্গত রাজপুর গ্রামে যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করা হল প্রায় পাঁচ কুইন্টাল গাঁজা। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক সুকুমার রায়কে। 

    বিএসএফের ৭৮ নম্বর ব্যাটালিয়নের চিত্রকূট সীমান্ত চৌকির জওয়ানরা এনসিবি আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন অভিযান চালান। গোপন সূত্রের খবরে তারা জানতে পারেন, রাজপুর গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণে গাঁজা মজুত করে পাচারের ছক কষা হয়েছে। সেই অনুযায়ী নির্দিষ্ট বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। বাড়ির রান্নাঘরের মেঝেতে রাখা হয়েছিল গাঁজার প্যাকেটগুলি। একের পর এক বস্তা বের করে গোনা হয়। সব মিলিয়ে গাঁজার মোট ওজন দাঁড়ায় ৪৭৩ কেজি। সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় বাড়ির মালিককে। প্রাথমিকভাবে এনসিবি জানতে পেরেছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের জন্যই ওসব মজুত করা হয়েছিল। বিএসএফের গুয়াহাটি সীমান্ত কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে তাদের এই সাফল্যের কথা মঙ্গলবার জানায়। 
  • Link to this news (বর্তমান)