ব্রিজ ভেঙে রেল লাইনে পড়ল লোহাবোঝাই লরি, মৃত চালক
বর্তমান | ০৯ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনের উপর পড়ল লোহাবোঝাই লরি! ঘটনাস্থলেই লরির চালকের মৃত্যু হয়েছে। খালাসিকে গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার মাঝরাতে খড়্গপুর শহরের নিমপুরায় ৬ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। মৃত চালকের নাম ভোলা দেবনাথ(৪৮)। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় লাইনে ট্রেন না থাকায় আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। মালবোঝাই লরিটি জাতীয় সড়ক ধরে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিমপুরা এলাকায় ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনের একদম পাশেই এসে পড়ে। এর ফলে রেললাইনের ওভারহেড তার ছিঁড়ে যায়। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। লরির চালক ও খালাসিকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠনো হয়। সেখানেই চিকিৎসক লরিচালককে মৃত বলে ঘোষণা করেন। বৃষ্টির জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
সাউথ ইস্টার্ন রেলের খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এলাকার বাসিন্দা সঞ্জয় হালদার বলেন, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। অথবা দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। এই রেললাইন দিয়ে বহু মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করে। বড় দুর্ঘটনা হতে পারত।