• পথ নিরাপত্তা আইন মেনে চলার আর্জি মমতার
    বর্তমান | ০৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা আইন মেনে চলার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আসুন আমরা দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর, ট্রাফিক নিয়ম মেনে চলার এবং সকলের জন্য আমাদের রাস্তা নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিই।’ তিনি আরও জানান, ‘আজ আমরা সেফ ড্রাইভ, সেভ লাইফ দিবস পালন করছি, যা সড়ক নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।’ এদিন নবান্ন থেকে ফেরার পথে ভবানীপুরে ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে যান মুখ্যমন্ত্রী। 

    পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতা ও রাজ্য পুলিস। লালবাজারের উদ্যোগে বডিগার্ড লাইন্সের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও কলকাতার পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা। সিপি অনুষ্ঠান শেষে বলেন, ‘২০২৪ সালে প্রথম ৬ মাসে শহরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৮৯ জনের। চলতি বছরের ক্ষেত্রে দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে হয়েছে ৮৩। গতবছর পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন মোট ১৮৯ জন। বিনা হেলমেটে দু’চাকা চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো অথবা মদ্যপান করে গাড়ি চালানোর মতো ছোট ছোট ভুলের কারণেই বড় দুর্ঘটনা ঘটে।’

    মঙ্গলবার নিউটাউনের বিশ্ববাংলা গেট সংলগ্ন এনকেডিএ কমিউনিটি সেন্টারে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যের পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, এডিজি ট্রাফিক রাজেশকুমার সিং, আইজি ট্রাফিক গৌরব শর্মা, সুকেশ জৈন, বিধাননগরের পুলিস কমিশনার মুকেশ সহ পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে স্কুলপড়ুয়া ও ডেলিভারি বয়দের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। সেইসঙ্গে পথ নিরাপত্তা সচেতনতা উপলক্ষ্যে একটি বাইক র‌্যালিরও আয়োজন করা হয়েছিল। মন্ত্রী ও পুলিসের পদস্থ কর্তারা র‌্যালির সূচনা করেন।
  • Link to this news (বর্তমান)