• মহাকরণ থেকে প্রিন্টার চুরি, গ্রেপ্তার আরও ১
    বর্তমান | ০৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি মহাকরণ থেকে দু’টি প্রিন্টার মেশিন চুরি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এক অস্থায়ী কর্মী। পুলিস হেফাজতে থাকা ওই অভিযুক্তকে জেরা করে হেয়ার স্ট্রিট থানা সোমবার আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর প্রিন্টার মেশিন সারাইয়ের দোকান রয়েছে। সরকারি কৌঁসুলি মঙ্গলবার আদালতে জানান, সেখান থেকেই উদ্ধার হয়েছে চুরি যাওয়া দু’টি প্রিন্টার। এদিন ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১০ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতের তরফে জামিনের আবেদন জানালে সরকারি কৌঁসুলি বিরোধিতা করেন।
  • Link to this news (বর্তমান)