• হাতাহাতির জেরে এক ব্যক্তির মৃত্যু, বউবাজারে আটক ৬
    বর্তমান | ০৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজার থানার গোপালচন্দ্র লেনে একই আবাসনের দু’দল বাসিন্দার মধ্যে বচসা চলাকালীন হাতাহাতি হলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। তাঁকে তড়িঘড়ি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃতের নাম মহম্মদ ইজাহার আহমেদ (৪০)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনার সূত্রপাত। 

    প্রাথমিক তদন্তে বউবাজার থানার পুলিস জানতে পেরেছে, ফোনে অশালীন গালিগালাজ করাকে কেন্দ্র করেই যত ঝামেলা। ১২/১ গোপালচন্দ্র লেনের আবাসনে আবাসিকদের দুই গোষ্ঠী এ নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে। সেই সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন হঠাৎই লুটিয়ে পড়েন ইজাহার আহমেদ। আবাসনের বাসিন্দারাই তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তাঁর। কলকাতা পুলিসের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘এদিন রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বউবাজার থানা। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, ‘ঘটনাস্থল থেকে পুলিস মোট ছ’জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ এদিকে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্ট এলে ওই ব্যক্তির মৃত্যুর কারণ পরিষ্কার হবে।
  • Link to this news (বর্তমান)