প্রভাবশালী প্রাক্তনীর বিরুদ্ধে স্মারকলিপি দিলেন স্থানীয়রা
বর্তমান | ০৯ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়িয়াহাট আইটিআইয়ে এক প্রাক্তনী সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে এককাট্টা হয়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দিলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে তাঁরা আইটিআই ক্যাম্পাসের বাইরে প্রথমে বিক্ষোভ দেখান। পরে এক আধিকারিককে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসেন। তাঁদের অভিযোগ, ২০১২ সালে পাশ করা সঞ্জয়ের অঙ্গুলিহেলনেই চলে এই প্রতিষ্ঠানটি। জন্মদিন পালনের নামে মধ্যরাত পর্যন্ত চলে নাচগান এবং অপসংস্কৃতি। তার ভিডিও ক্লিপও দেখান তাঁরা। ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন ছাত্রনেতা মনোজিৎ মিশ্রের সঙ্গেও সঞ্জয়ের ছবি দেখা যায়। তাঁর গাড়ি পার্কিংয়ের জন্য নাকি আইটিআইয়ে আলাদা জায়গা রয়েছে। ইউনিয়ন রুম বন্ধ থাকলেও ক্যান্টিনের একটি ঘরকেই তিনি কার্যত ইউনিয়ন রুম বানিয়ে ফেলেছেন। এ প্রসঙ্গে এক ছাত্রনেতা বলেন, ‘বর্তমানে কলেজের কর্মী এক সিনিয়র ছাত্রনেতার হাত সঞ্জয়ের মাথার উপরে রয়েছে। সঞ্জয় যেভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবহার করেন, তাতে তাঁরা আর কখনও তৃণমূলের ভোটার থাকবে না। এ ধরনের ব্যক্তি টিএমসিপি তথা তৃণমূলের দায়।’ প্রসঙ্গত, স্থানীয় এক জনপ্রতিনিধির সঙ্গেও আদায়-কাঁচকলায় সম্পর্ক সঞ্জয়ের। অন্দরের খবর, তাঁর ইন্ধনেই এদিনের বিক্ষোভ কর্মসূচি। সঞ্জয়ের প্রতিক্রিয়া জানতে তাঁকে একাধিকবার ফোন করা হয়। তবে, সেটি বন্ধ ছিল।