• ফরাসি পর্যটকের সঙ্গে কেপমারি, ধৃত
    বর্তমান | ০৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতার বুকে কেপমারির শিকার এক ফরাসি পর্যটক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট এলাকায়। পুলিস জানিয়েছে, তিন দিন আগে ফ্রান্স থেকে কলকাতায় এসেছিলেন ওই পর্যটক। যাদুঘর ঘুরে হোটেলে ফেরার পথে পাঁচ-ছ’জন শিশু তাঁকে ঘিরে ধরে। টাকা চাওয়ার অছিলায় ব্যাগ থেকে ২ হাজার ৪০০ ইউরো হাতিয়ে নিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। ওই ব্যাগেই ছিল পর্যটকের পাসপোর্টও। পরে  পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইশতিয়াক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। আজ, বুধবার ধৃতকে আদালতে পেশ করা হবে। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। তাতে এক রিসিভারকে চিহ্নিত করে পুলিস। সেই সূত্রেই ইশতিয়াককে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি থেকে কেপমারি হওয়ায় ২ হাজার ৪০০ ইউরো উদ্ধার করেছেন তদন্তকারীরা। পাসপোর্টের খোঁজে তল্লাশি চলছে।
  • Link to this news (বর্তমান)